2024-11-17
agartala,tripura
দেশ

কলম্বোয় পঞ্চম বিমস্টেক সম্মেলনে ভার্চুয়াল ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জনতার কলম প্রতিনিধি:- বুধবার ছিল বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। বৈঠকে যোগ দিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিমস্টেকের সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলি বিশেষত সংযোগ, শক্তি এবং সামুদ্রিক সম্পর্ককে আরও জোরদার ও প্রসারিত করার ওপর জোর দেন। আর এদিন পঞ্চম বিমস্টেক সম্মেলনে ভার্চুয়াল ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে মোদি বলেন – “আমাদের পারস্পরিক ব্যবসার উন্নতির জন্য বিমসটেক এফটিএ-র প্রস্তাবে দ্রুত অগ্রগতি করা প্রয়োজন। আমাদের দেশের উদ্যোক্তা এবং স্টার্টআপের মধ্যে বিনিময় বাড়াতে হবে। এর পাশাপাশি বাণিজ্য সুবিধার ক্ষেত্রেও আমাদের আন্তর্জাতিক নিয়ম মেনে চলার চেষ্টা করা উচিত। ভারত বিমস্টেক সচিবালয়কে ১০ লক্ষ (1মিলিয়ন) মার্কিন ডলার দেবে। সংস্থার অপারেশানাল বাজেট বাড়ানোর জন্য এটা গুরুত্বপূর্ণ। বিমস্টেক সচিবালয়ের ক্ষমতা বাড়ানোর জন্য এই অর্থ দেবে ভারত। সময় এসেছে বঙ্গোপসাগরের মাধ্যমে যোগাযোগ, সমৃদ্ধি ও নিরাপত্তা কা, কানেক্টিভিটি প্রোস্পেরিটি এন্ড সিকিউরিটি পোক্ত করার। ১৯৯৭ সালে আমরা একসঙ্গে যে লক্ষ্যে পৌঁছেছিলাম, আসুন এই মুহূর্তে সব বিমস্টেক দেশগুলিকে নতুন উদ্যমে কাজ করে সেই লক্ষ্যে পৌঁছাই । আমরা নালন্দা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত বিমস্টেক স্কলারশিপ প্রোগ্রামের পরিধি প্রসারিত ও প্রসারিত করার জন্য ভাবনা চিন্তা করছি। আমরা ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনি সহায়তার জন্য একটি চুক্তিতেও স্বাক্ষর করছি।
ইউরোপের সাম্প্রতিক ঘটনাবলী আন্তর্জাতিক আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বৃহত্তর অগ্রাধিকারে পরিণত হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service