2024-12-19
agartala,tripura
খেলা

দেশের সেরা পেসার জসপ্রীত বুমরাহকে প্রথমাবস্থায় পাত্তাই দেননি প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি

জনতার কলম প্রতিনিধিঃ- দেশের সেরা ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম, এমনকী বিশ্বের অন্যতম সেরা পেসারদের তালিকায় তাঁর নাম এখন প্রথম সারিতে যার নাম জসপ্রীত বুমরাহ। তিনি কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়কও নির্বাচিত হয়েছেন। কিন্তু জানা গিয়েছে এই জশপ্রীত বুমরার নাম শুনেই নাকি একবার হেসে উড়িয়ে দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গুজরাত থেকে আগত এই পেসারের বিষয়ে কোনও আগ্রহই দেখাতে চাননি তিনি। এমনই তথ্য ফাঁস করলেন ভারতীয় দলের প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। বলা চলে ২০১৮ সালে টেস্টে অভিষেকের পর থেকে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছেন বুমরা। এখনও পর্যন্ত ২৯টি টেস্টে ১২৩ উইকেট তুলে নিয়েছেন টেস্টে। টি-টোয়েন্টি ফর্ম্যাটেও পারফরম্য়ান্স একইরকমভাবে উজ্জ্বল। ৫৭ ম্যাচে ৬৭ উইকেট ঝুলিতে। টেস্টে দ্রুততম ৫০ উইকেটের মালিক হয়েছিলেন। তারকা পেসার জসপ্রীত বুমরাহকে নিয়ে কথা বলতে গিয়ে পার্থিব বলেন, ২০১৪ সালের আইপিএলে যখন আমি আরসিবির হয়ে খেলছিলাম। বিরাটকে আমি তখন বলেছিলাম যে গুজরাত দলে একজন বোলার রয়েছে বুমরা নামে। ও তখন আমাকে বলে যে, ধুর! ওই সব বুমরা..ভুমরা..কি আর করবে..। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বুমরার। এরপর ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে অভিষেক হয়। এরপর থেকে জাতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি। গত দেড় বছর ধরে লিডারশিপ গ্রুপেরও অংশ ছিলেন এই তরুণ পেসার। বিরাটের সঙ্গে বুমরার পারস্পরিক সম্পর্কও দারুণ। কিন্তু কে জানত যে এই বুমরাকেই একদিন বিরাট কোহলি পাত্তাই দিতে চাননি তাঁর নাম শুনে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service