2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দৈনন্দিন জীবনে বিদ্যুৎ দপ্তর এর ভূমিকা অপরিসীম- রতন চক্রবর্তী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে, TSECL দ্বিতীয় ত্রি-বার্ষিকী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী সহ আরো অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বেধন করেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। এদিন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিদ্যুৎ দপ্তর রাজ্যের অন্যতম একটি দপ্তর কেননা এই দপ্তর রাজ্যের কৃষিকাজ, শিল্প, তথ্য প্রযুক্তি, শিক্ষা এবং দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর লক্ষে দিনরাত কাজ করে এবং আমাদের ভবিষ্যৎ জীবনকে সচল রাখতে এদের ভূমিকা অপরিসীম। তাছাড়া এদিন তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর স্বনির্ভর রাষ্ট্র এবং স্বনির্ভর রাজ্য গড়ার যে ডাক সেটাকে সফল করার জন্য সকলে যেন ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন এবং রাজ্যকে স্বনির্ভর করার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান রাখেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service