2025-01-07
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

যথাযথ মর্যাদায় পালিত হল পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের 51 তম স্বাধীনতা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশের ৫১তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ যথাযথ মর্যাদায় পালিত হল রাজধানী আগরতলার বাংলাদেশ সরকারি হাই কমিশনারের কার্যালয়ে। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা দিবসটি উদ্‌যাপন করবেন। বিশ্বব্যাপী চলা করোনা মহামারির কারণে গত দুই বছর সীমিত পরিসরে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করতে হয়েছে। এ বছর করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তাই স্বাধীনতা দিবস উদ্‌যাপনে এবার স্বতঃস্ফূর্ততা বেশি দেখা যায়, তারই অঙ্গ হিসেবে ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার এদিন প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এদিন ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৫১ তম বাংলাদেশের মহান স্বাধীনতা ও বিজয় দিবস সম্পর্কে বক্তব্য তুলে ধরে তিনি জানান এই মহান দিনটি উদযাপন করার জন্য দুটি পর্বে অনুষ্ঠানসূচি করা হয়েছে, প্রথম পর্বে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বাংলাদেশে মুক্তিযুদ্ধের সাথে জড়িত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে রাজধানী বেসরকারি হোটেল পলো টাওয়ার্সে গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠান, এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী মহোদয় এবং রাজ্যের গুণী ব্যক্তিবর্গরা, অনুষ্ঠানের প্রথমে আলোচনা পর্ব চলবে পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হবে বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service