2024-12-14
agartala,tripura
অপরাধ

পাশবিক লালসার শিকার ছোট্ট শিশু, থানায় দ্বারস্থ মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সমাজে নরপিশাচদের পাশবিক লালসার শিকার আমাদের সমাজের অর্ধেক আকাশের দাবিদারের অনেকেই, তাছাড়াও বাদ যায়নি শিশু সন্তানরাও। মানসিক ভারসাম্যহীন এই নরপিশাচদের হাত থেকে সমাজকে সুরক্ষিত রাখার কাতর আবেদন মায়েদের। এমনই এক ঘটনা সামনে এল বৃহস্পতিবার, নিজের সন্তান যেন ন্যায় পায় সেদিকে লক্ষ্য রেখে পারিবারিক মামলা নিয়ে এডভোকেট পুরুষোত্তম রায় বর্মনের বাসভবনে যান রহিমা খাতুন নামে এক মহিলা ও তার ছেলে। ঘটনার বিবরনে জানা যায় হোলির দিন রহিমা খাতুনের ছোট্ট শিশুকে রং খেলার নাম করে ঘরে ডেকে নিয়ে যায় অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মন এর বাস ভবনে থাকা সঞ্জু দাস নামে এক যুবক। ওই যুবক ওই শিশুটির সাথে যৌন লালসা চরিতার্থ করার জন্য ঘরে নিয়ে যায় বলে ছোট্ট শিশুটির পরিবারের লোকের অভিযোগ।রহিমা খাতুনের ছেলে এতদিন কোনো কিছু বলতে পারেনি গতকাল রাতে বিষয়টি তার মার কাছে জানান এবং পরবর্তী সময়ে আজ আগরতলা পশ্চিম থানায় সঞ্জু দাস এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং সঞ্জু দাস ওই যুবকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service