জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ বিশ্ব জল দিবস, আর এই জল দিবস উপলক্ষে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে জল সংকটের হাত থেকে আমাদের রক্ষা পেতে হলে জলকে সংরক্ষণ করা খুবই প্রয়োজন। তাই আসুন, জলের অপচয় বন্ধ করি। জলের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলি। জলদূষণ প্রতিরোধ করি। সবার জন্য নিরাপদ পানীয়জলের অধিকার নিশ্চিত করি। তাছাড়া এদিন জল দিবস নিয়ে তিনি বলেন প্রতিবছরই আজকের দিনটিতে জলের গুরুত্ব এবং এর সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়। “জল” পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে একটি। কোন জীব এবং উদ্ভিদ এই নীল গ্রহে জল ছাড়া বাঁচতে পারে না। তাই জল কতটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে টেকসইভাবে এটিকে ব্যবহার করা যায় সে সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতি বছর ২২ মার্চ বিশ্ব_জল_দিবস হিসেবে পালন করা হয়। এবছর বিশ্ব জল দিবসের থিম হল “Groundwater: Making the Invisible Visible” অর্থাৎ “ভূগর্ভস্থ জল: অদৃশ্যকে দৃশ্যমান করা”। তাছাড়া এদিন তিনি আরো বলেন ভূগর্ভস্থ জল একটি গুরুত্বপূর্ণ সম্পদ যা সারা বিশ্বের প্রায় অর্ধেক পানীয় জল সরবরাহ করে; প্রায় ৪০% কৃষিকাজে সেচের জন্য এবং প্রায় ১/৩% শিল্পের জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায় এই ভূগর্ভস্থ জল থেকে। জলাভূমি এবং নদী সহ বাস্তুতন্ত্রের সুস্থ ক্রিয়াকলাপের জন্য ভূগর্ভস্থ জল খুবই গুরুত্বপূর্ণ। এখন সময় এসেছে আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এগিয়ে যাওয়ার এবং ঐক্যবদ্ধ হওয়ার।
রাজ্য
সময় এসেছে মূল্যবান প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সকলের এগিয়ে আসার- সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-03-22
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this