জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ২৫ থেকে ২৭ মার্চ হরিয়ানাতে অনুষ্ঠিত হতে চলছে ৪০ তম জাতীয় যোগা চ্যাম্পিয়ানশীপ ২০২১-২২। এই আসরে ত্রিপুরা থেকে নির্বাচিত টিম কে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর তরফ থেকে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। রঙ – এর উৎসবের শুভক্ষণে ১৮ ই মার্চ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক মহতি অনুষ্ঠানে উদ্যোক্তাদের হাতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর পক্ষ থেকে ১ লক্ষ টাকার অর্থরাশির চেক তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরজো চক্রবর্তী ( যুগ্ম সম্পাদক , ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল ) , দিব্যেন্দু দত্ত ( চেয়ারম্যান , ত্রিপুরা যোগা এসোসিয়েশান এডহক কমিটি ) , সুমন্ত গুপ্ত ( সম্পাদক , এগিয়ে চলো সংঘ ) , ব্রজলাল ভৌমিক ( প্রাক্তন সভাপতি , ত্রিপুরা যোগা এসোসিয়েশান ) ডা . যিশু চক্রবর্তী ( প্রাক্তন সম্পাদক , ত্রিপুরা যোগা এসোসিয়েশান )। বলা বাহুল্য নানা সামাজিক দায়িত্ববোধে নিজেদের পথে ধারাবাহিকতায় অনড় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স । রত্ন ভূষণেই শুধু সাজিয়ে তোলা নয় । সমাজ জীবনের শ্রেষ্ঠ ভাবনা এবং কর্মগুলোকে সন্মান জানিয়ে গোটা সমাজকে এক চিরস্থায়ী সুন্দর ভূষণে আবৃত রাখার অঙ্গীকার নিয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এবার এমনই এক পদক্ষেপে আবারও শুভবার্তায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স । প্রসঙ্গতঃ ত্রিপুরা থেকে ৩৮ জনের যে নির্বাচিত টিমটি ৪০ তম জাতীয় যোগা আসরে হরিয়ানা যাচ্ছেন তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর তরফ থেকে করা হয়েছে । মোট ছয় জন প্রশিক্ষণের তত্বাবধানে এন.এস.আর.সি.সিতে গত ছয় দিন ধরেই চলছে এই প্রশিক্ষণ ।
রাজ্য
হরিয়ানাতে অনুষ্ঠিত হতে চলা 40 তম যোগা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নেওয়া রাজ্যদলকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করল শ্যামসুন্দর কোং জুয়েলার্স
- by janatar kalam
- 2022-03-20
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this