বৃহস্পতিবার বাজেটের পর মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে মিলিত হন, এদিন মুখ্যমন্ত্রী বলেন আজকের বাজেট শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং পরিকাঠামো সহ সমস্ত দিক থেকে একটি কল্যাণমুখী বাজেট। এই বাজেটে স্বনির্ভর ত্রিপুরার ছবি আঁকা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি স্বনির্ভর ভারত চান। তাঁর নির্দেশে রাজ্যে এই প্রথম স্বনির্ভর বাজেট চালু হল। গত বছরের বাজেট ছিল ২০ হাজার কোটি টাকা। এবার বাজেট হয়েছে ২৬ লাখ ৮৯৩ হাজার কোটি টাকা। গত বছরের তুলনায় এবারের বাজেট বেড়েছে ১৮ দশমিক ৩৪ শতাংশ। তিনি আরও বলেন, নতুন বাজেটে শিক্ষা খাতে ব্যয় হবে ৫,০২৬ কোটি টাকা। গত বাজেটে শিক্ষা খাতে ২০ শতাংশ বেশি। স্বাস্থ্য খাতে ব্যয় হবে 1.777 কোটি টাকা। গত বছরের তুলনায় এ বছর স্বাস্থ্য খাতে ২৩ শতাংশ বেড়েছে। প্রতিটি পঞ্চায়েতের জন্য 80 লক্ষ টাকা বরাদ্দ করা হবে। পঞ্চায়েত সচিবকে শক্তিশালী করতে 1178 পঞ্চায়েত নির্বাহী কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সরকারি প্রকল্পগুলো জনগণের সামনে তুলে ধরবেন এবং সঠিক সময়ে বাস্তবায়নে ভূমিকা রাখবেন।এছাড়া সরকারি কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকারি প্রকল্প চালু করা হয়েছে। এডিসি এলাকায় ১৩০০ কোটি টাকা ব্যয়ে একলব্য স্কুল ও হোস্টেল নির্মাণ করা হবে। TSR কর্মীদের মেয়াদ 58 বছর থেকে 60 বছর করা হয়েছে। তাদের রেশনের টাকা 800 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে এবং তাদের ক্যাম্প পরিদর্শন দেখায় যে তাদের ব্যারাকে কিছু সমস্যা রয়েছে। তাই ব্যারাক মেরামতের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ করা হবে। একইভাবে সামাজিক ভাতা 1000 থেকে বাড়িয়ে 2000 করার প্রস্তাব করা হয়েছে। বিদ্যা জ্যোতি প্রকল্পের আওতায় ১০০টি স্কুল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আজকের বাজেটে আরও ২৫টি বিদ্যালয়কে এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে CBSC-এর দাবি আসছে। এছাড়াও, ত্রিপুরাকে স্বনির্ভর করতে যুব কর্মসংস্থানের জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আইন বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ডেটা সেন্টারের জন্য 66 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। টিআইটি পলিটেকনিকের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
মাত্র এক বছরে, সরকার 20,000 কোটি টাকার বাজেট থেকে 26,893 কোটি টাকার বাজেট পেশ করেছে। তাছাড়া তিনি আরও বলেন, কৈলাশহর বিমানবন্দর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদনেই এটি নির্মাণ করা হবে। কিন্তু বিরোধীরা কাজ নেই, খাবার নেই বলে ত্রিপুরাকে অসম্মান করতে চায়। কড়া ভাষায় প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী।
রাজ্য
বাজেটে স্বনির্ভর ত্রিপুরার ছবি তুলে ধরা হয়েছে: মুখ্যমন্ত্রী… বিস্তারিত পড়ুন
- by janatar kalam
- 2022-03-17
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this