2024-12-19
agartala,tripura
খেলা

চিন্তার ভাঁজ মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে

জনতার কলম প্রতিনিধিঃ- জনপ্রিয় টি২০ ক্রিকেট লীগ আইপিএল শুরু হতে আর দু’সপ্তাহও বাকি নেই। সব দল নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে বড়সড় দুশ্চিন্তা নিতা আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। ২৭ মার্চ মুম্বই টুর্নামেন্টে নিজেদের প্ৰথম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে সম্ভবত ফিট হয়ে উঠতে পারবেন না সূর্যকুমার যাদব। হাতের হাড়ে চির ধরা পড়েছিল সূর্যকুমারের। সেই চোট এখনও পুরোপুরি সারেনি সূর্যকুমারের। সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, সূর্যকুমার এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ব্যস্ত। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে মুম্বইয়ের প্ৰথম ম্যাচে বিধ্বংসী ব্যাটারের খেলা নিয়ে সংশয় রয়েছে। তাই বোর্ডের মেডিক্যাল টিম তাঁকে আইপিএলের প্ৰথম ম্যাচ খেলা থেকে বিরত থাকার পরামর্শ দিতে পারে। গত চার বছর ধরে সূর্যকুমার যাদব মুম্বইয়ের ব্যাটিংয়েট স্তম্ভ হয়ে উঠেছেন। আইপিএল নিলামের আগে মুম্বইয়ের মত তারকাখচিত ফ্র্যাঞ্চাইজি নিলামের টেবিলে না তুলে ধরে রেখেছিল তারকা মিডল অর্ডার ব্যাটারকে। ঈশান কিষান, হার্দিক পাণ্ড্যদের ছেড়ে দিলেও মুম্বই রিটেন করে সূর্যকুমার যাদবকে। কিষানকে পরে মুম্বই ইন্ডিয়ান্সও নিলাম থেকে রেকর্ড অর্থ খরচ করে কিনে নেয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিছুদিন আগেই টি-২০ সিরিজের সেরা হয়েছিলেন সূর্যকুমার। এমন তারকাকে একটা ম্যাচে বাইরে রেখে খেলাও মুম্বইয়ের পক্ষে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পুরো টুর্নামেন্টের কথা মাথায় রেখে শুরুতেই আধাফিট সূর্যকে খেলানোর ঝুঁকি নাও নিতে পারে রোহিত শর্মার মুম্বই। বোর্ড সূত্রে খবর, আইপিএলের দ্বিতীয় ম্যাচের আগেই সূর্যকুমার ফিট হয়ে উঠবেন। বোর্ডের এক কর্তা বলেছেন, “মনে হয় দ্বিতীয় ম্যাচের আগে সূর্যকুমার ১০০ শতাংশ ম্যাচ ফিট হয়ে যাবে।”

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service