জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরা সরকারের বনদপ্তরে ৩৬৩ জন পার্মানেন্ট লেবার পোস্ট থেকে ফরেস্ট ফিল্ড ওয়ার্কার পদের রেগুলার করার আবেদন জানিয়ে সারা রাজ্যের পার্মানেন্ট লেবাররা গুর্খাবস্তি অরণ্য ভবনে ডেপুটেশন প্রদান করতে আসেন। কিন্তু অফিসের আধিকারিক না থাকায় কর্মরত কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক পার্মানেন্ট লেবার বলেন বিগত সরকারের মুখ্যমন্ত্রী যদি দু’বছরের মধ্যে বনদপ্তর এর পার্মানেন্ট লেবারদের ফরেস্ট ফিল্ড ওয়ার্কার হিসেবে নিয়োগ দিতে পারে তাহলে বর্তমান সরকার কেন পারবেন না তাছাড়া 7500 টাকা দিয়ে তাদের জীবন-জীবিকা নির্বাহ করতে কষ্ট হচ্ছে তাই এরা আজ দপ্তরে আসেন বলে জানিয়েছেন এবং তিনি আরো বলেন যে বিগত কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কে শুরু করে বনদপ্তর এর মন্ত্রী কে আবেদনপত্র দিয়ে পিএল থেকে এফ এফ ডব্লিউ পদে উন্নত করার আবেদন রাখা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত কোন প্রকার হেলদোল পরিলক্ষিত করা যাচ্ছে না সুতরাং অতি শীঘ্রই যেন তাদেরকে পিএল পদ থেকে এফ এফ ডব্লিউ পদে উন্নিত করা হয় তারা আবেদন রাখেন। এদিন দপ্তরের সামনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পি এল লেবাররা বিক্ষোভ প্রদর্শন করতে থাকলে ঘটনাস্থলে এন সি সি থানার পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।
রাজ্য
এফ এফ ডব্লিউ পদে উন্নিত করার দাবি নিয়ে বনদপ্তর এ ডেপুটেশন প্রদান পার্মানেন্ট লেবারদের
- by janatar kalam
- 2022-03-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this