জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে বুধবার দুপুর বারোটা নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহাকুমা কার্যালয় থেকে এস এফ আই ও টি এস ইউ বিলোনীয়া,শান্তিরবাজার,সাব্রুম মহকুমা কমিটির যৌথ উদ্যোগে এক মিছিল সংঘটিত করে।মিছিল মুলত দুটি দাবির সমর্থনে সংগঠিত হয় দাবিগুলো হল স্কুল বেসরকারি করনের নীতি প্রত্যাহার ও ভীষণ ডকুমেন্টে নেওয়া শিক্ষা সংক্রান্ত প্রতিশ্রুতি পুরনের দাবি। মিছিলটি পুরাতন মোটর স্ট্যান্ড হয়ে শহরের মূল রাস্তা দিয়ে এক নং টিলা এসে শেষ হয়। সেখানে হয় সভা, এদিনের সভায় সভাপতি মন্ডলিতে ছিলেন ছাত্র নেতা প্রীতম মল্ল, অবিনেষ মুড়াসিং, সভায় আলোচনা রাখতে গিয়ে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন শিক্ষার উপর যে আক্রমণ নেমে আসছে এ আক্রমণ প্রতিহত করার দায়িত্ব ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেবেন না,সমস্ত অংশের জনগনকে এগিয়ে আসার আহ্বান রাখেন এ লড়াই আপনাদের আগামী প্রজন্ম কে বাঁচিয়ে রাখার জন্য এ আন্দোলন কে জনগনের লড়াইয়ে পরিনত করার জন্য সকল অংশের জনগণের সহযোগিতার আহ্বান রাখেন এসএফআই রা্য সম্পাদক সন্দিপন দেব। এছাড়া আলোচনা করেন এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্যা বৈশালী মজুমদার,পাশাপাশি সরকারের জন বিরোধী ও শ্রম বিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে আগামী ২৮/২৯ শে মার্চ ধর্মঘট কে সফল করার আহ্বান রাখেন মিছিল থেকে,এদিনের মিছিলে ও সভায় ছিলেন এসএফআই বিলোনীয়া মহকুমা কমিটির সম্পাদক সভাপতি সুকান্ত মজুমদার, দিগন্ত দত্ত,টিএসইউ মহকুমা সম্পাদক গৌতম রিয়াং, যুব নেতা মধুসূদন দত্ত, রিপু সাহা, প্রাক্তন ছাত্র যুব নেতা তাপস দও, দীপংকর সেন সহ বিভিন্ন গনসংগঠনের নেতৃত্ব । মিছিলে ছাত্র যুব দের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
রাজ্য
শিক্ষার উপর নেমে আসা আক্রমণকে প্রতিহত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান SFI রাজ্য সম্পাদক সন্দীপন দেবের
- by janatar kalam
- 2022-03-09
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this