জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার আগরতলার জি বি পি মেডিকেল কলেজে বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে 1 মেগা রক্তদান শিবিরের অয়োজন করা হয়। এদিনের মেগা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিব জে কে সিনহা ,জি বি পি হাসপাতালের সুপার সঞ্জিব কুমার দেববমা, বিবেকান্দ বিচার মঞ্চের সভাপতি রাজীব ভট্টাচার্যী সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তার পর স্বামী বিবেকান্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বামীজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন গতানুগতিক শিক্ষা গ্রহণের পাশাপাশি পারিপার্শিক প্রবাহমান ঘটনাবলি দেশ তথা সর্বোপরি রাজ্যের আগামীর দিশা সম্পর্কে ছাত্র ছাত্রীদের সম্যক দৃষ্টিপাত আবশ্যক l তৎসঙ্গে পরিচালন ব্যবস্থায় সঠিক ব্যক্তি চয়নই, রাজ্যের ভাগ্য নির্ধারনের সঠিক দিশায় অগ্রসরমানতা সুনিশ্চিত করে l বর্তমানে দায়িত্ব এড়িয়ে চলার প্রবনতা হ্রাসের ফলশ্রুতি, পরিষেবা প্রদানে এসেছে স্বচ্ছতা ও অগ্রগতি l তাছাড়া এদিন তিনি আরও বলেন আত্ম অনুসন্ধানে নিহিত শ্রেষ্ঠ-গুন চিহ্নিতকরণ দ্বারা, তাকে আরও বিকশিতকরণে অগ্রণী l সত্যের পথে, চ্যালেঞ্জ মোকাবিলার দৃঢ়তা ও পরিবর্তিত সময়ের প্রবাহমানতার অনুকূলে, সাজুহ্যপূর্ণ দিশা চয়ন, সাফল্য প্রাপ্তির পথে গতি সঞ্চারিত করে l সৃষ্টিশক্তির অধিকারী মহিলাদের বাস্তবিক ক্ষমতায়ন ও প্রতিটি ক্ষেত্রে সমতা সুনিশ্চিতিকরণের লক্ষ্যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ঘোষিত ৩৩ শতাংশ সংরক্ষণ, এক দৃঢ় পদক্ষেপ বলে। এদিনের অনুষ্ঠানে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।
রাজ্য
সঠিক ব্যক্তি চয়নই, রাজ্যের ভাগ্য নির্ধারনের সঠিক দিশায় অগ্রসরমানতা সুনিশ্চিত করে- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-03-09
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this