**জনতার কলম ত্রিপুরা, কল্যাণপুর প্রতিনিধি :- কল্যাণপুর বিদ্যুৎ সাব-স্টেশনে দুটো বড় ট্রান্সফর্মার রয়েছে। এই পরও ট্রান্সফরমারের মধ্য দিয়েই বিদ্যুৎ আসা-যাওয়া করে। গামাইবাড়ি এবং দলাবিল থেকে এই বিদ্যুৎ আসে। একটি ট্রান্সফরমারে ৩.১৫ এম বি এ বিদ্যুৎ আসে। এখন আসা যাক আসল খবরে প্রায় আড়াই বছর ধরে কল্যাণপুর বিদ্যুৎ সাব-স্টেশনে একটি বড় ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায় বা বিকল হয় যান্ত্রিক কারণে। যার ফলে মানুষের বা বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হয়। কেননা ঘনঘন করতে হয় লোডশেডিং তারপর ভোল্টেজের ও অসুবিধা তৈরি হয়। এতে করে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বারবার গ্রাহকরা প্রশ্ন তোলেন যে অতিসত্বর এই ট্রান্সফর্মার সারাই করা হোক। অবশেষে বিদ্যুৎ নিগমের টনক নড়ে। কল্যাণপুর বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার নীহার রঞ্জন দাস জানান প্রায় আড়াই বছর পর ৩.১৫ এম বি এ বিদ্যুৎ ট্রান্সফর্মার সারাই করে বসানো হলো কল্যাণপুর বিদ্যুৎ সাব-স্টেশনে। এটা চালু হবে আরও ১৫ দিন পরে। এতদিন একটি বড় বিদ্যুৎ ট্রান্সফর্মার দিয়েই বিদ্যুৎ পরিচালিত হতো গোটা কল্যাণপুর এলাকায়। অবশেষে কল্যাণপুর বাসি এবং বিদ্যুত ভোক্তাদের দাবি মিটলো। আগরতলা থেকে এই বড় ট্রান্সফরমারটি সারাই করে আনা হলো কল্যাণপুর বিদ্যুৎ অফিসে। এই খবরে সবাই খুশি। সিনিয়র ম্যানেজার আরো জানান এখন আর ঘনঘন লোডশেডিং করতে হবে না। পাশাপাশি এখন ধলাবিল থেকে 33000 কেভি বিদ্যুৎ ঢুকবে কল্যাণপুরে। এই 33000 কেভি থেকে ইলেভেন কেভি হয়ে বিদ্যুৎ চলে যাবে প্রত্যেকের ঘরে ঘরে।এতদিন এই ট্রান্সফর্মার নষ্ট থাকার কারণে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বিদ্যুৎ নিগমকে। কল্যাণপুর বিদ্যুৎ sub-division থেকে ১৩ হাজার গ্রাহক উপকৃত হন বা বিদ্যুৎ পেয়ে থাকেন। কল্যাণপুর ব্লক এবং খোয়াই ব্লকের বেশ কিছু অংশ কল্যাণপুর বিদ্যুৎ সাব ডিভিশন থেকেই বিদ্যুৎ পরিচালনা হয়।
রাজ্য
কল্যাণপুর বিদ্যুৎ সাব-স্টেশনে বসল বড় ট্রান্সফর্মার
- by janatar kalam
- 2022-03-05
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this