জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ ৪ঠা মার্চ জাতীয় সুরক্ষা দিবস। প্রতি বছর আজকের দিনটি আমাদের দেশে “জাতীয় সুরক্ষা দিবস” হিসেবে পালন করা হয়। আমরা জানি যেকোনো ধরণের দুর্ঘটনা রোখার বিষয়ে সচেতনতামূলক প্রচার করা হয়। জাতীয় সুরক্ষা কাউন্সিলের প্রতিষ্ঠা দিবস হিসেবে ১৯৭২ সাল থেকেই প্রতি বছরের ৪ঠা মার্চ দিনটি জাতীয় সুরক্ষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এ দিনটিকে কেন্দ্র করে রাজ্যে তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী মূল্যবান বার্তা রেখেছেন রাজ্যবাসীর প্রতি, এদিনের বার্তায় তিনি বলেছেন সাধারণ মানুষের মধ্যে সুরক্ষার বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আসুন আজকের দিনটিতে আমরা সকলে মিলে অঙ্গীকার করি একজন দ্বায়িত্ববান ও সচেতন নাগরিক হিসেবে আমরা ঘরে-বাইরে যেকোনো ধরণের দুর্ঘটনা রোধে সাবধানতা অবলম্বন করে চলবো এবং সকলে সজাগ দৃষ্টি রেখে অন্যদেরকেও সুরক্ষা সম্বন্ধীয় আচরণবিধি মেনে চলার জন্য অনুপ্রাণিত করবো। তাহলেই আমাদের দেশে এবং রাজ্যে যেকোনো ধরণের দুর্ঘটনার সংখ্যা অনেকটাই হ্রাস পাবে। তাছাড়া এই দিনটির মাধ্যমে সুরক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়গুলিতে নাগরিকদের আরও একবার সচেতন করার চেষ্টা করা হয়। রোড সেফটি, ওয়ার্ক প্লেস সেফটি, এনভায়রনমেন্ট সেফটি-সহ প্রতিটি বিষয়ে জনগণকে সজাগ করার চেষ্টা করা হয়। এই বছরের ন্যাশনাল সেফটি ডে তথা জাতীয় সুরক্ষা দিবসের একটি বিশেষ থিম রয়েছে। এ বছরের থিম হচ্ছে ‘Nurture young minds – Develop safety culture’ অর্থাৎ “তরুণ মন লালন-পালন করুন- নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলুন”।
রাজ্য
জাতীয় সুরক্ষা দিবস উপলক্ষে রাজ্যবাসীর প্রতি বার্তা মন্ত্রী সুশান্ত চৌধুরীর
- by janatar kalam
- 2022-03-04
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this