2024-12-16
agartala,tripura
রাজ্য

বিদ্যালয়ের শিক্ষকের হাতে লাঞ্ছনার শিকার বিদ্যালয়ের ছাত্রীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সমাজের মেরুদন্ড হিসেবে পরিচিত শিক্ষক সমাজ। তাছাড়া এই শিক্ষককে আমরা চিনি শিক্ষাগুরু হিসেবেও। এই গুরুই যখন ভক্ষকের ভূমিকায় নেমে আসে তখন শিক্ষা কোন দিকে যায় সেটা সবারই জানা। জানা গিয়েছে রাজনগর স্কুলের ছাত্রীরা স্কুলের দুই গুণধর শিক্ষক বাবুল পাশওয়ান এবং বিষ্ণু বিশ্বাস এর দ্বারা লাঞ্ছিত হয়ে আসছিল গত দুমাস ধরে। এই ঘটনা অভিবাবকদের গোচরে আসতেই বিদ্যালয়ে উপস্থিত হয়ে ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিভাবকরা জানান প্রথম অবস্থায় ছাত্রীরা কিছু না জানালেও পরবর্তী সময় তাদের কাছ থেকে জানা যায় স্কুলের 2 গুণধর শিক্ষক তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছনা করছেন বলে এবং ছাত্রীদের আপত্তিকর জায়গায় হাত রাখছেন বলে। এ দিনের ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মঞ্জনা দেববর্মাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন উভয় শিক্ষকই বিগত তিন বছর ধরে এই বিদ্যালয়ে কাজ করে আসছেন, বিগত দিনে এ ধরনের পরিস্থিতির শিকার কেউ হয়নি। আজ অভিভাবকদের অভিযোগমূলে এই বিষয়ে অবগত হয়েছেন এবং ছাত্রীরা যেহেতু আমাদের ঘরের মেয়ের সমান সুতরাং তাদের প্রতি এ ধরনের লাঞ্ছনা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার বলে অভিমত ব্যক্ত করেন এবং গুণধর দুই শিক্ষকের এ ধরনের কার্যকলাপ এর বিষয় নিয়ে প্রথমে বিদ্যালয় কমিটি বৈঠকে বসবেন, তারপর সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service