জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বটতলার পর স্থানীয় IGM হাসপাতালের সামনে শ্রমিক নেতা বিপ্লব করের উদ্যোগে ১ টাকায় ভোজন ব্যবস্থার দ্বিতীয় শাখা শুরু হল বৃহস্পতিবার । দূরদূরান্ত থেকে আশা রোগীর আত্মীয় পরিজনদের জন্য প্রতিদিন ১(এক)টাকায় অন্ন ভোজন ব্যবস্থা করা হয়েছে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র শ্রী দীপক মজুমদার কাউন্সিলর শিল্পী সেন,, ও সমাজসেবক বিপ্লব কর। অতিমারি করোনার প্রথম ঢেউ থেকে,গরীব জনগনের জন্য এই কাজ করে আসছিলেন সমাজসেবক বিল্লব করসহ অন্যান্যরা। কিন্তু এখনো পযন্ত তা করে চলছেন। ১ টাকার মধ্যে দিয়ে দুপুরে পেট ভরে অন্ন খাবারের ব্যবস্থা করে আগরতলা শহরের গরীব অংশের জনগনের জন্য সুবিধা করে দিয়েছে, এবার তার আর ও একটি শাখা খুলে সহজেই সমাজসেবা করার মনোবৃত্তি আরো গভীরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন বটতলা থেকে আই জি এম এ সে ব্যবস্থা করা হয়েছে অন্ন খাবারের ,আস্তে আস্তে জিবি হাসপাতাল ও অন্যান্য জায়গায় বিপ্লব করের দেখাদেখি অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি এগিয়ে আসেন জনকল্যাণে কাজ হবে, গরিব মানুষ ও উপকৃত হবে। বিপ্লব কর একটা আদর্শ, যে মানুষকে আহার প্রদানের জন্য যে সেবা করছেন তা অকল্পনীয়। শ্রমিকরা নিজেদের কাজের মাঝে থেকেও এই ধরনের সেবামূলক কাজ করছেন তার জন্য তিনি ধন্যবাদ জানান।
রাজ্য
বটতলার পর এবার IGM হাসপাতালের সামনে ১ টাকায় ভোজন ব্যবস্থার দ্বিতীয় শাখার সূচনা হল
- by janatar kalam
- 2022-03-03
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this