2024-12-19
agartala,tripura
রাজ্য

রাজ্যের ছাত্র-ছাত্রীদের এখন আর ভয় নেই- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন বিদ্যালয়ের 75 তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তাছাড়া এদিন মুখ্যমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ ও মাল্যদান করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সন্মান জানান। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতন স্কুল শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভালো মূল্যবোধ জাগিয়ে তোলার ক্ষেত্রে বিদ্যালয়গুলো মুখ্য ভূমিকা পালন করে। স্কুলটি ছাত্রদের একটি শক্তিশালী ভিত্তি প্রদান এবং তাদের ভবিষ্যত প্রচেষ্টার জন্য প্রস্তুত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত, বিদ্যালয়টি ভবিষ্যতেও একই কাজ চালিয়ে যাবে। তাছাড়া এদিন তিনি আরো বলেন ত্রিপুরা একটি নতুন দিশা নিয়ে চলছে এবং ত্রিপুরার ছাত্রছাত্রীরা এখন ভয় পায়না কেননা তাদের কাছে সিবিএসসি বোর্ড রয়েছে উন্নত শিক্ষা ব্যবস্থা রয়েছে তাছাড়া শিক্ষাকে আরো উন্নততর করার লক্ষ্যমাত্রা করে রাজ্য সরকার কাজ করছে ট্রান্সপোর্টের সুব্যবস্থা রয়েছে এখন চাইলে আগরতলা থেকে দিল্লি অনায়াসে যাওয়া যায় এবং আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে আগরতলা থেকে ঢাকা চিটাগাং সিঙ্গাপুর ব্যাংককের মত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করতে যাচ্ছেন বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানটিকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service