2024-12-19
agartala,tripura
রাজ্য

সরকার গঠনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর.. বিস্তারিত পড়ুন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ৩রা মার্চ ত্রিপুরার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, কেননা এই দিনে রাজ্যবাসী নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে 25 বছরের ক্ষমতাসীন বামফ্রন্টকে উচ্ছেদ করে বিপ্লব কুমার দেব নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করেছিলেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 59 টি বিধানসভা আসনের মধ্যে 35 টি আসন দখল করেছিলেন এবং তাদের জোট শরিক আইপিএফটি দল ৮টি আসন দখল করেছিলেন সর্বমোট 43 টি আসন নিয়ে রাজ্যে নতুন সূর্যোদয় হয়েছিল ৩রা মার্চ ২০১৮ সালে। তাছাড়া এই নির্বাচনে 25 বছরের ক্ষমতাধীন বামফ্রন্ট দল 16 টি আসন পেয়েছেন। তাই রাজ্যে বিকাশমুখী সরকার গঠনের চতুর্থ বছর উপলক্ষে রাজ্যবাসীকে হার্দিক অভিনন্দন জানিয়েছেন রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়। এদিন তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেছেন ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে BJP-IPFT-এর বিজয়ের ৪র্থ বার্ষিকীতে সকলকে আন্তরিক শুভেচ্ছা।মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে, ত্রিপুরা সরকার রাজ্যে উন্নয়নের ঢেউ এনেছে এবং অন্ত্যোদয় অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। তাছাড়া বলা বাহুল্য আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজ্যজুড়ে ভারতীয় জনতা পার্টি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে পাশাপাশি বলা যায় রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠিত হবার পর প্রতিশ্রুতি মোতাবেক রাজ্যে নানা ধরনের উন্নয়নের ধারা বজায় রয়েছে এবং ভিশন ডকুমেন্টের আওতার বাইরেও এমন অনেক ধরনের উন্নয়নমূলক কাজ এই সরকার করেছেন যা খুবই প্রশংসনীয়। তাছাড়া রাজ্যবাসীর নানা ধরনের সুবিধা অসুবিধায় এই সরকার পাশে দাঁড়িয়েছেন এবং রাজ্যবাসীর আস্থা ও বিশ্বাসকে মান্যতা দিয়ে এই সরকার নানা ধরনের উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন করছেন। সর্বশেষে বলা চলে যে বর্তমান রাজ্য সরকার যেভাবে রাজ্যে উন্নয়নমূলক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন তাতে করে আগামী 2023 বিধানসভা নির্বাচনেও এই বিজেপি আইপিএফটি জোট সরকার বিশাল ব্যবধানে জয় যুক্ত হয়ে রাজ্যে পুনরায় সরকার প্রতিষ্ঠা করবেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service