2024-12-19
agartala,tripura
রাজ্য

নিজেদের শক্তির মহড়া দেখাতে সমাবেশ করবে তিপ্রামথা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরার রাজবংশের অন্যতম প্রদীপ প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা বুধবার দাবি করেছেন যে রাজনৈতিক সহিংসতা একটি কমিউনিস্ট সংস্কৃতি যা এখন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি গ্রহণ করেছে। আজ সন্ধ্যায় উজ্জয়ন্ত প্রাসাদে আয়োজন করা হয় এক সাংবাদিক বৈঠকের। এদিন মহারাজা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, প্রদ্যোত যিনি আগরতলায় সম্প্রতি অনুষ্ঠিত সহিংসতার বিষয়ে তিপ্রার চেয়ারম্যানও ছিলেন, বলেছেন যে সহিংসতা ত্রিপুরার সংস্কৃতি, “এই সংস্কৃতি একদিনে তৈরি হয়নি। রাজ্যে এ ধরনের সংস্কৃতির অবসান ঘটাতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এ ধরনের সহিংসতা রাষ্ট্রের নাম বদনাম করছে মাত্র। এটা খুবই লজ্জাজনক ব্যাপার। এই সংস্কৃতির অবসান ঘটাতে অনেক সময় লাগবে”, তিনি যোগ করেছেন যে রাজনৈতিক সহিংসতা একটি কমিউনিস্ট সংস্কৃতি যা এখন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, “রাজনৈতিক দল বদলে যেতে পারে কিন্তু সহিংসতার সংস্কৃতি বজায় থাকতে পারে”। তিনি আরও জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের কাছে ‘বৃহত্তর তিপ্রাল্যান্ড’-এর দাবি জানাতে, তিপ্রা 12 মার্চ আগরতলায় একটি বিশাল সমাবেশ করবে।বলা বাহুল্য গ্রেটার তিপ্রাল্যান্ড দাবিকে সামনে রেখেই এডিসি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে তিপ্রা মথা। এবার লক্ষ্য ২০২৩ বিধানসভা নির্বাচন। এর আগে নিজেদের শক্তির জানান দিতে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে তিপ্রা মথা। তাছাড়া এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিপ্রাল্যান্ডের স্লোগান দেওয়া আই পি এফ টি ৪ বছর ধরে কেন চুপ- এই প্রশ্নও তুলেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service