জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমান রাজ্য সরকারের শাসন নীতি সন্ত্রাস নীতিতে পরিণত হয়েছে। প্রতিনিয়ত রাজ্যজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর অত্যাচার বাড়িয়ে আনছে। গতকাল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মন ও আশীষ কুমার সাহা গোলাঘাটি যাবার সময় শাসক দলের কতিপয় দুষ্কৃতীরা হামলা চালায় তাতে করে গাড়ির কাঁচ ভাঙ্গা হয় বলে অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। বৃহস্পতিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এ দিনের বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়াজ তোলেন রাজ্যের বর্তমান সরকারের দমন-পীড়ন নীতি এবং বিভিন্ন জায়গায় কংগ্রেস দলের কর্মী-সমর্থকদের উপর হামলা হুজ্জুতি ঘটনার পরিপ্রেক্ষিতে। রাজ্য সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন সেই দৃষ্টিভঙ্গী না বদল করা হয় তাহলে আগামী দিনে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।
রাজ্য
কংগ্রেস নেতৃত্বের ওপর আক্রমণের প্রতিবাদে প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি প্রদেশ কংগ্রেসের
- by janatar kalam
- 2022-02-24
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this