2024-12-19
agartala,tripura
রাজ্য

বিজ্ঞান মনস্ক ভাবনার বিকাশে রাজ্যব্যাপী বিজ্ঞান চর্চার সুযোগ ও অত্যাধুনিক পরিকাঠামো সম্প্রসারিত হয়েছে- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবণের শুভ উদ্বোধন হলl এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন অবকাঠামো উন্নয়ন ও নাগরিক পরিষেবা প্রদানে লক্ষ্যমাত্রা স্থির করে নির্ধারিত সময়ের মধ্যে কার্যসম্পাদনে আমরা অঙ্গীকারবদ্ধl মিশন ১০০ বিদ্যাজ্যোতি সহ শিক্ষাক্ষেত্রের সর্বাঙ্গীন বিকাশে গুচ্ছ পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হচ্ছেl বিগত দিনের অপরিকল্পিত রূপরেখার ফলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্লথতা ও সার্বিক বিকাশে আন্তরিকতার ঘাটতি, বর্তমান সরকারের কার্যধারার সাথে তুলনা টানলেই সহজে অনুমেয়l “গরিব কৃষক” এই তকমা দিয়ে মনোবল ক্ষান্ত করা রাজ্যের আত্মমর্যাদা সম্পন্ন অন্নদাতারা বর্তমানে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ দ্বারা যথার্থ সম্মান ও আত্মনির্ভরতার নিশ্চিত দিশার সন্ধান পেয়েছেনl স্বাস্থ্য, পানীয় জল, উন্নত হাইওয়ে, শহর থেকে প্রান্তিক এলাকা পর্যন্ত সব উন্নয়ন সফল বাস্তবায়িত হচ্ছেl পরনির্ভরশীলতা থেকে বেড়িয়ে লক্ষ্য প্রাপ্তির পথে অনড় মানসিকতা ও দৃঢ়তা, সাফল্যের পথে গতি সঞ্চারিত করেl তাছাড়া এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন বিগত দিনের জনজাতি অধ্যুষিত এলাকার উপেক্ষিত শিক্ষাঙ্গনগুলিতেও অগ্রাধিকারের ভিত্তিতে গুচ্ছ উদ্যোগ বাস্তবায়নের ফলশ্রুতিতে করোনা সচেতনতা বা জল বিদ্যুৎ উৎপাদনের মডেল প্রস্তুত করে, প্রান্তিক বিদ্যালয়ের পড়ুয়ারাও বিজ্ঞান ভাবনায় পারদর্শীতার নজির রাখছেন l জাতীয়মানের প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্যপূর্বক অংশগ্রহণ সহ গতানুগতিক শিক্ষাদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক ভাবনার বিকাশে রাজ্যব্যপী বিজ্ঞান চর্চার সুযোগ ও অত্যাধুনিক পরিকাঠামো সম্প্রসারিত হয়েছে l এরই ফলশ্রুতিতে উদ্ভাবনী ভাবনায় ক্ষুদে বিজ্ঞানীদের সৃষ্টিশীলতা বিকাশ পাচ্ছে l আজ খোয়াই জেলা ভিত্তিক বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের মনন সৃষ্ট বিষয়গুলি অনুধাবনের সুযোগ এক সুখকর প্রাপ্তি l

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service