জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার আগরতলায় দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব 2022 অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, তাছাড়া এদিনের উদ্বেধক হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। এদিন বাংলাদেশের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ জিকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তাকে একটি স্মারক উপহার দেন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিপুরা এবং বাংলাদেশের সংস্কৃতিতে অনেক মিল রয়েছে এবং এই ধরনের অনুষ্ঠান পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে এই অঞ্চলে সম্প্রীতি বৃদ্ধির দিকে একটি বড় পদক্ষেপ। তাছাড়া এদিন তিনি আরও বলেন ভৌগোলিক সীমারেখা কখনই পারস্পরিক হৃদ্যতার পথে অন্তরায় হতে পারে না। ত্রিপুরায় চলচ্চিত্র চিত্রায়নের বিপুল সম্ভবনাময় দিক সহ জল, রেলপথ-সহ যোগাযোগের নয়া দিগন্ত উন্মোচনের দ্বারা উত্তর পূর্বের বাণিজ্যিক করিডোর হয়ে উঠছে ত্রিপুরাl ভারত বাংলাদেশ দুই প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় সুদীর্ঘ আত্মিক সম্পর্ক, বর্তমানে সাংস্কৃতিক ও বাণিজ্যিক বিকাশেও স্বার্থকভাবে প্রতিফলিত এবং ত্রিপুরায় শিল্পের অনুকূল বিভিন্ন সুযোগ ও আগামী ২৫ বছরের রূপরেখা সম্বলিত “লক্ষ্য – -২০৪৭” কে সামনে রেখে বাংলাদেশের শিল্প উদ্যোগীদের বাণিজ্যিক বিনিয়োগ ও শিল্প স্থাপনের বিশাল সম্ভবনা তৈরি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
রাজ্য
ভৌগোলিক সীমারেখা কখনই পারস্পরিক হৃদ্যতার পথে অন্তরায় হতে পারে না- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-02-23
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this