2024-11-18
agartala,tripura
রাজ্য

সোমবার দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযানে আগরতলার শকুন্তলা রোড এলাকায় পুর নিগমের টাক্সফোর্স বাহিনী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আবারো দ্বিতীয় দফায় আগরতলার শকুন্তলা রোড এলাকায় পৌরনিগমের টাক্সফোর্স বাহিনী উচ্ছেদ অভিযানে নেমে রাস্তার পাশে অবৈধ ব্যবসায়ীদের দোকানপাট গুড়িয়ে দিলেন। পৌরনিগমের মেয়র ও নিগমের কমিশনার মাসখানেক আগে এই এলাকা পরিদর্শন করেন সেসময় ব্যবসায়ীদেরকে সরে যাওয়ার জন্য বলা হয়েছিল, তারপর পৌরনিগমের টাস্কফোর্স বাহিনী অভিযান করে উচ্ছেদ করার পর ও আবার আগের মতই ব্যবসায়ীরা রাস্তা দখল করে ব্যবসা শুরু করে দিয়েছিলেন, কিন্তু সোমবার পৌরনিগমের টাস্কফোর্স বাহিনী ব্যবসায়ীদের দোকানপাট ভেঙ্গে দেওয়াতে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে সংবাদমাধ্যমের সামনে তারা বলেন প্রথমে ছাতি দিয়ে ব্যবসা করার কথা বলেছিলেন কিন্তু তাও তারা ভেঙ্গে ফেলেছেন এবং স্মার্ট সিটির নামে কিছুই হচ্ছে না বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এই দিকে পৌরনিগম এর টাক্সফোর্স বাহিনীর কর্মকর্তারা জানান জনগণ চলাচলের অসুবিধা হয় এবং যানবাহন বাড়ছে রাস্তা ক্রমশ ছোট হতে চলেছে আর বিশেষ করে ফুলের দোকান গুলো রাস্তা দখল করে তাদের ব্যাবসা চালিয়ে যাচ্ছে , তাই তারা পৌরনিগম এর উর্দ্ধতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আজকের এই উচ্ছেদ অভিযান বলে জানান তিনি । আগরতলা শহরকে স্মার্ট সিটি করার জন্য পুরনো দলের পক্ষ থেকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে কাজ করে চলেছেন কিন্তু আগরতলা শহরের যানজট এবং ফুটপাতের ব্যবসায়ীরা এমনভাবে বেড়ে চলছে তাতে করে আগরতলা স্মার্ট সিটি নামেমাত্র কিন্তু কাজে কিছুই না এখন দেখার বিষয় পৌর নিগম কতটুকু যানজট মুক্ত সুন্দর শহর আগরতলা গড়তে পারে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service