2024-11-18
agartala,tripura
রাজ্য

শ্রদ্ধাজ্ঞ নিবেদন পুলওয়ামা বোমা হামলায় নিহত CRPF জওয়ানদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি জম্মু ও কাশ্মীর বহরের পুলওয়ামা জেলার লেথোপোড়া অবন্তীপাড়ার কাছাকাছি অতিক্রমকালে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। এই হামলার ফলে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মী এবং আক্রমণকারীরা মারা গিয়েছিলেন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ -ই-মোহাম্মদ এই হামলার দায়ভার স্বীকার করেছে। হামলাকারী ছিলেন পুলওয়ামা জেলার স্থানীয় আদিল আহমদ দার এবং জৈশ -ই-মোহাম্মদের সদস্য। এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে।এই দিনটিতে শহীদ জাওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান। সোমবার পুলওয়ামায় নিহত 40 জন সিআরপিএফ জওয়ানের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন শালবাগান ১২৪ নম্বর সিআরপিএফ ব্যাটালিয়ন এর তরফ থেকে। এদিন উপস্থিত ছিলেন ১২৪ নম্বর সিআরপিএফ কমান্ডেন্ট মুকেশ তেগী সঙ্গে সঞ্জীবনী নামক এক এনজিও। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিআরপিএফ কমান্ডেন্ট মুকেশ তেগি বলেন পুলওয়ামায় শহীদ সি আর পি এফ জওয়ানদের তৃতীয় শহীদান দিবসে শহীদ জাওয়ানদের স্মরণ করেন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়, এদিন সংবাদমাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service