জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ৬ দফা দাবীতে রাজধানী আগরতলা শিক্ষাভবনে বুনিয়াদি শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেন অল ত্রিপুরা মাদ্রাসা শিক্ষক এসোসিয়েশন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সহ-সভাপতি শাহ আলম বলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপায় জী গত ১৯৯৬-৯৭ সালে ভারতে পিছিয়ে পড়া জাতীগোষ্ঠী মুসলিম সংখ্যালঘু জণগনকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য সর্বপ্রথম মর্ডানাইজেশন নামে মাদ্রাসা স্কিম চালু করেন । পরবর্তী সময়ে দ্বিতীয় UPA সরকার মর্ডানাইজেশন নাম পরিবর্তন করে রাখে SPQEM । বর্তমান কেন্দ্রীয় সরকার SPQEM নাম পরিবর্তন করে রাখেন SPEMM । মাদ্রাসার শিক্ষকরা বেতন বঞ্চনার করতে না পেরে নিরুপায় হয়ে গনতান্ত্রিক পদ্ধতিতে মাঠে নেমে লড়াই আন্দোলন শুরু করে । তারপর কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের চিঠি পত্র আদান প্রদান শুরু হয় । এমত অবস্থায় তৎকালীন শিক্ষামন্ত্রী শ্রীমতি স্মৃতি ইরানী মহোদয়া ত্রিপুরা রাজ্য সফরে আসেন । তখনই মাদ্রাসা SPQEM সংগঠন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শাহআলমের নেতৃত্বে এক প্রতিনিধি দল ওনার সাথে ডেপুটেশনে মিলিত হন । কেন্দ্রীয় সরকারের চাপ ও মাদ্রাসা সংগঠনের লাগাতর আন্দোলনের চাপে গত বাম সরকার ২৭/০৯/২০১৬ ইং তারিখে রাজ্যমন্ত্রী সভায় কেবিনেট সিদ্ধান্ত হয় , এখন থেকে SPQEM মাদ্রাসা কর্মরত ৩৫৩ জন শিক্ষক শিক্ষিকাকে এই রাজ্যের নিয়মিত শিক্ষক কর্মচারীদের ন্যায় সমহারে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে । তারপর থেকে UGT শিক্ষকরা ১৭,০৩৮ টাকা , GT শিক্ষকরা ২১,৫৫৩ টাকা এবং PGT শিক্ষকরা ২৭ , ২৫৫ টাকা দেওয়া হয় । সে মোতাবেক এখনো পর্যন্ত আমরা এত টাকা করে বেতন পাচ্ছি । এর মধ্যে গত বাম সরকার ১৩ / ১০ / ২০১৭ ইং তারিখে ২.২৫ বরাদ্দ করে যথারীতি মাসের বেতনের সাথে ২.২৫ ধরে টাকাও দেওয়া হয় । ঠিক ১৩ দিনের মাথায় রি – অর্ডার দিয়ে অর্ডার কে বাতিল করে শিক্ষকের একাউণ্ট থেকে বর্ধিত বেতন ভাতা কেটে নিয়ে যায়।এই অবস্থার মধ্যে সরকার পরিবর্তন হয়ে নতুন সরকার গঠন হয় । এই নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্ৰী ২.৫৭ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন । সব ধরণের কর্মচারীরা পেলেও আমরা SPQEM মাদ্রাসা শিক্ষকরা এখনো পাইনি । তাই নতুন সরকারের প্রতি আমাদের আশা ভরসা অপরিসীম । তাই এদের দাবী রাজ্য সরকার যেন তাদের এই ৬ দফা দাবীকে মান্যতা দিয়ে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা যেন প্রদান করা হয় তার দাবী রাখেন।
রাজ্য
বেতন পরিকাঠামো উন্নতির দাবীতে মাদ্রাসা শিক্ষকদের ডেপুটেশন প্রদান
- by janatar kalam
- 2022-02-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this