জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শনিবার ত্রিপুরা বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রতন চক্রবর্তী জীর সাথে, ২য় ব্যাটালিয়ন টিএসআর সদর দপ্তর, খয়েরপুর পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী সাহসী টিএসআর জওয়ানদের সাথে আলাপ করে ক্যাম্পের মৌলিক সুযোগ-সুবিধাগুলো ক্ষতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ক্যাম্পের সমস্ত উন্নয়নমূলক কাজ অভিযান করতে বলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন টিএসআর -এর অবসরের বয়সসীমা সহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিবেচনাধীন l নির্ধারিত কর্তব্যের মাঝেও, দৃঢ়প্রতিজ্ঞ প্রচেষ্টা, সাফল্য প্রাপ্তির অবিচল আকাঙ্খাকে বাস্তবিক প্রতিফলনে সহায়ক l পারিপার্শিক প্রবাহমান ঘটনাবলি সম্পর্কে সজাগ দৃষ্টি ও ইতিবাচক কর্মসূচি সম্পর্কে নিজেদের মধ্যে আভ্যন্তরীণ মূল্যায়ন আবশ্যক l সদর্থক ঘটনাবলি সম্পর্কে অর্জিত সম্যক ধারণা, পরিবার, সর্বোপরি সন্তানদের মধ্যেই ইতিবাচক প্রভাব ফেলে l যার, দৃষ্টান্ত, দ্বিতীয় বাহিনীতে কর্মরত হাবিলদার বিশু নট্ট-র মেধাবী সন্তান প্রসেনজিৎ নট্ট-র টিপিএস হিসেবে নির্বাচিত হওয়া l তাছাড়া ভারতে ভিন্নতার মধ্যে ঐক্যের ছবির এক ক্ষুদ্র সংস্করণ টিএসআর জওয়ানদের আবাসন কমপ্লেক্সে অবস্থানরত পরিবারের সদস্যদের সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি l রাজ্যের পাশাপাশি, বিভিন্ন প্রদেশ থেকে নিযুক্ত জওয়ান ও পরিবারের সদস্যদের ভাষাগত, খাদ্যাভ্যাস, পোষাকের ভিন্নতা যেন বহু রঙের একত্রিকরণে চিত্রিত এক ক্যানভাস l টিএসআর দ্বিতীয় বাহিনীর হেড কোয়াটার পরিদর্শণের মাঝেই জওয়ানদের পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ের অবহিত হওয়ার পাশাপাশি কঁচিকাঁচাদের সঙ্গে একটি সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ হয়েছে বলে অভিমত ব্যাক্ত করেন। এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন ভোকাল ফর লোকাল ও আত্ম-নির্ভরতার ভাবনায়, পেশাগত কর্তব্য পালনের পাশাপাশি টিএসআর জওয়ানগন নিজেদের অত্যাবশ্যকীয় পণ্য-সামগ্রী পারদর্শীতার সাথে নিজেরাই প্রস্তুতে অভিজ্ঞ l টিএসআর দ্বিতীয় বাহিনীর হেড কোয়াটারে কর্তব্যরত জওয়ানরা, স্বাস্থ্যকর পদ্ধতিতে, বেশন গুড়ু, আটা, জিরা গুড়ু সহ বিভিন্ন প্যাকেটজাত খাদ্য দ্রব্য প্রস্তুত করছেন l গতানুগতিক কাজের পাশাপাশি সৃষ্টিশীলতা সুস্থ মননের সহায়ক l জওয়ানরা সামাজিক কর্মসূচি, কৃষি, বাগিচা, সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক নৈপুণ্য সহ বিভিন্ন ইতিবাচক ক্ষেত্রেও সম পারদর্শীতার নজির রেখেছেন l
রাজ্য
আত্ম-নির্ভরতার ভাবনায়, পেশাগত কর্তব্যের পাশাপাশি টিএসআর জওয়ানরা নিজেদের অত্যাবশ্যকীয় পণ্য নিজেরাই প্রস্তুতে অভিজ্ঞ- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-02-12
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this