2024-11-25
agartala,tripura
রাজ্য

পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একান্ত মানবাদ ভারতবর্ষের অন্তিম ব্যক্তিকে নিয়ে তিনি ভাবনা চিন্তা করে কাজ করতেন- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- পরার্থে নিবেদিত প্রাণ, কর্মযোগী ও একাত্ম মানবতাবাদের প্রনেতা, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জীর পুন্য তিথিতে বিনম্র চিত্তে রাজ্যের মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি। নিঃস্বার্থ সেবা-ভাবনার বিমূর্ত প্রতীক, অন্ত্যোদয় তথা সমাজের প্রান্তিক মানুষের উত্থানে তাঁর প্রদর্শীত দিশানির্দেশনায় অনুপ্রাণিত হয়ে, সমগ্র দেশের সাথে ত্রিপুরাতেও অন্ত্যোদয়ের সার্বিক কল্যানার্থে নিরন্তর কর্মযজ্ঞ চলছে। আজ যথাযোগ্য মর্যাদায় বিজেপি প্রদেশ কার্যালয়ে পালন করা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। আয়োজিত অনুষ্ঠানে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জীর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি ডঃ মানিক সাহা সহ আরো অন্যান্যরা নেতৃত্বরা। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান পাশাপাশি বিজেপি অন্যান্য নেতৃত্বরা ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন আজকের দিনে ভারতীয় জনতা পার্টির যে প্রাণপুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সেই মহান ব্যক্তিত্বের প্রয়াণ দিবস পুরো দুনিয়াব্যাপী সমর্থন দিবস হিসেবে পালন করেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সংগঠনের প্রাণপুরুষ আর উনার একান্ত মানবাদ ভারতবর্ষের অন্তিম ব্যক্তিকে নিয়ে তিনি ভাবনা চিন্তা করে কাজ করতেন আর সেই সেগুলো কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে ভারতবর্ষের সামনে প্রমাণিত হয়েছে বলে উনার বক্তব্য তুলে ধরেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service