জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- প্রখ্যাত রাজ্য সঙ্গীতজ্ঞ মধুছন্দা রায় চক্রবর্তী বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 58 বছর বয়সে, এই শিল্পীর জীবনের ইতি ঘটে। ওইদিন সন্ধ্যায় তার মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে রাজ্যের শিল্পীসহ তার শুভানুধ্যায়ীদের মধ্যে। শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকাল ১১টায় আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে তার মরদেহ আনা হয়। সেখানে প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান তার শুভানুধ্যায়ীরা।
তাকে শেষ শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, “রাজ্যের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ মধুছন্দা চক্রবর্তীর অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। লিভারের সিরোসিস নিয়ে তাকে আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং আজ সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক প্রয়াণে রাজ্যের সঙ্গীত জগতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ করা অসম্ভব। মধুছন্দা দিদির সুরেলা কন্ঠে মানুষকে বিমোহিত করার এক অতুলনীয় শক্তি ছিল। এই কঠিন সময়ে তার পরিবার এবং ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা।” এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার এবং সংগীত জগতের সাথে অন্যান্য শিল্পীরা।
রাজ্য
দিদির সুরেলা কন্ঠে মানুষকে বিমোহিত করার এক অতুলনীয় শক্তি ছিল- সুশান্ত
- by janatar kalam
- 2022-02-11
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this