জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা বটতলা এলাকায় শিব মন্দির থেকে দশমী ঘাট রাস্তা পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার,পৌরনিগম এর কমিশনার শৈলেশ কুমার যাদব,কাউন্সিলার তুষার কান্তি চক্রবর্তী।,কাউন্সিলার জানবীদাস ও চারটি ক্লাবের প্রতিনিধিরা ।পৌরনিগম নির্বাচনে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করবে নির্বাচনের জয়ী হলে নির্বাচনে জয়ী হয়ে এবার প্রতিশ্রুতি পূরণ করতে মাঠে নামলেন আগরতলা পৌর নিগমের মেয়র। বিগত অনেক বছর ধরে আগরতলার দশমীঘাট যাওয়ার রাস্তায় লেগে থাকা যানজট মুক্ত করতে কাল থেকে ময়দানে নামবে বলে জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরও বলেন জনসাধারণের সুবিধার্থে বিক্রেতারা নিজেদের যানবাহন যেন রাস্তায় না রেখে নির্দিষ্ট পার্কিং জায়গায় রাখেন তার আহ্বান রাখেন ও ক্রেতাদের প্রতিও একই আহ্বান মেয়র দীপক মজুমদারের। সুতরাং এলাকাবাসী ও সাধারন জনগনের অভিযোগের সততার প্রকাশেই কাল থেকে এই এলাকা যানজটমুক্ত করার কাজ শুরু করতে চলছেন বলে অভিমত ব্যক্ত করেন।
রাজ্য
নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার্থে মাঠে নামলেন মেয়র
- by janatar kalam
- 2022-02-09
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this