2024-12-16
agartala,tripura
রাজ্য

আড়ালিয়া গ্রামে মসজিদের দান বাক্স নির্মাণে সম্প্রীতির বার্তা

জনতার কলম ত্রিপুরা চড়িলাম প্রতিনিধিঃ- ঈদের পিঠে পুলি–দশমীর মিষ্টি—
এটাই আড়ালিয়া গ্রামের কৃষ্টি—যুগ যুগ ধরে চলে আসা এই বাণীটি আবারো আক্ষরিক অর্থে প্রমাণ করে দেখালো চরিলাম আর ডি ব্লকের অন্তর্গত আরালিয়া গ্রাম। আরালিয়া গ্রাম হিন্দু মুসলমান যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছে। একে অপরের ধর্মীয় সাংস্কৃতিক সামাজিক সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে সম্প্রীতির বার্তা বজায় রেখেছে এই গ্রামের। এই গ্রামে 1948 সালে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়। মসজিদটির নাম বাইতুন নূর জামে মসজিদ। এই মসজিদটির প্রবেশদ্বার এর মুখে অর্থাৎ চরিলাম আড়ালিয়া রোডের পাশে একটি দান বাক্স নির্মাণ করা হচ্ছে বিগত প্রায় ছয় মাস ধরে কাজ শুরু হয়েছে। গ্রামের হিন্দু মুসলিম সবাই মিলে এই দান বাক্স নির্মাণের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সবাই মিলে চাঁদা তোলে নির্মাণ করছে দান বাক্স। হিন্দু-মুসলিম পথচারী যে যার সাধ্যমতো যদি ইচ্ছে হয় আল্লাহর নামে এই দানবাক্সে যা দেবেতা মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে এমনটাই জানিয়েছেন শুক্রবার সকাল বেলা দানবাক্স নির্মাণের কাজ সমাপ্ত করবার সময় গ্রামের হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে সংবাদমাধ্যমের কাছে। এই দান বাক্স নির্মাণ কে ঘিরে চরিলাম আড়ালিয়া গ্রামে সম্প্রীতির বার্তা। গোটা গ্রামের মানুষ আনন্দে আত্মহারা দান বাক্স নির্মাণ কে ঘিরে। আবারো প্রমাণ করলো আড়ালিয়া গ্রামে হিন্দু-মুসলিম একই বৃন্তে দুটি কুসুম।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service