জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ২০১৯ সালে জানুয়ারী মাসে রেল দপ্তর দেড় লক্ষ গ্রুপ-ডি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। দীর্ঘ দুই বছর পর ২০২১ সালের এনটিপিসি ৩৫২৭৭টি পদের জন্য পরীক্ষা গ্রহণ করে এবং ২০২২ সালে জানুয়ারি মাসে ফল প্রকাশ করে। প্রথমে আরআরবি বলেছিল একবার পরীক্ষা নেওয়ার পরই নিয়োগপত্র দেওয়া হবে কিন্তু ফল প্রকাশের পরে আবার বিজ্ঞপ্তি জারি করে যে যারা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হবে। তারই পরিপ্রেক্ষিতে কর্ম প্রার্থীরা রেললাইনে বিক্ষোভ দেখানোর সময় রেল পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ টিয়ার গ্যাস নিক্ষেপ জলকামান ব্যবহার করে এবং জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে। বেকারদের উপর এইরূপ অমানবিক অত্যাচারের প্রতিবাদে অল ইন্ডিয়া ইনস্টিটিউট স্ট্রাগল কমিটির দোসরা ফেব্রুয়ারি দেশব্যাপী প্রতিবাদ দিবসের ডাক দেয় তারই পরিপ্রেক্ষিতে আগরতলা বটতলা এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এদিন সংগঠনের মুখোমুখি হয়েছে সংগঠনের রাজ্য কমিটির কনভেনার দপ্তরের জারী করা দেড় লক্ষ শুন্যপদ শীঘ্রই পূরন করার পাশাপাশি রেল কে বেসরকারিকরন না করার দাবী রাখেন।
রাজ্য
রেল দপ্তরে দেড় লক্ষ শুন্যপদ পুরনের দাবীতে বিক্ষোভ AIUYSC এর
- by janatar kalam
- 2022-02-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this