2024-12-19
agartala,tripura
রাজ্য

পরীক্ষার ফলাফলের দাবী নিয়ে জে আর বি টি অধিকর্তার দ্বারস্থ জে আর বি টি পরীক্ষার্থীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পরীক্ষা দেওয়ার ৬ মাস অতিক্রান্ত হয়ে যাবার পরও এখনো পর্যন্ত জে আর বি টি পরিচালিত বোর্ড ফলাফল প্রকাশ করা হয়নি। তারই পরিপ্রেক্ষিতে সোমবার আগরতলার অফিস লেন স্থিত জে আর বি টি অধিকর্তার নিকট সাক্ষাৎ করতে আসেন জে আর বি টি ছাত্রছাত্রীরা, কিন্তু অধিকর্তা কে না পেয়ে জে আর বি টি এক্সামিনেশন বোর্ড কন্ট্রোলার এর সাথে কথাবার্তা বলেও তাদের সমাধান সূত্র বের হয় নি। জে আর বি টি এক্সামিনেশন বোর্ড কন্ট্রোলার সুস্মিতা চক্রবর্তী তাদের সাথে অনেক কথাবার্তা বলেন কিন্তু পরীক্ষার ফলাফল নিয়ে কোনো রকমের আশ্বাস দেন নি। এদিন জে আর বি টি ছাএ ছাএীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বিগত আগস্ট মাসে পরীক্ষা দেওয়া হয়েছিল তারপর দু তিন মাস পেরিয়ে যাওয়ার পরও ফল প্রকাশিত না হওয়ায় তারা দফতরের অধিকর্তা অদিতি মজুমদারের সাথে কথা বলেন কিন্তু তিনি সেসময় ছাত্র-ছাত্রীদেরকে আশ্বাস দিয়েছিলেন জানুয়ারি মাসের মধ্যে ফল প্রকাশ করবেন কিন্তু তা করেননি তাই এখন ছাত্র ছাত্রীরা ভিষন বিপাকে পরে রয়েছেন বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service