জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ লিচুবাগান সংলগ্ন “গভর্নমেন্ট কলেজ অব আর্ট এন্ড ক্রাফট”-এ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীন এন.এস.এস ইউনিটের উদ্যোগে আয়োজিত হয় এক স্বেচ্ছায় মহতী রক্তদান শিবিরে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের দেশে প্রতিদিন ৩৮ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয়, আমাদের রাজ্যে ক্যান্সার, থেলাসিমিয়া, অ্যানিমিয়া, এক্সিডেন্টের মত রোগীদের জন্য রক্তের প্রয়োজন খুব বেশি, কিন্তু যোগান কম থাকায় রোগীর আত্মীয় পরিজনরা ছুটাছুটি করতে থাকে রক্তের জন্যে, রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তশূন্যতা রয়েছে যা অস্বিকার করার মত নই, তাই রাজ্যে নতুন সরকার গঠিত হবার পর রক্তদানের কর্মসূচিকে অন্যমাত্রায় পৌছানোর প্রয়াস চালিয়েছেন, যেভাবে বিগত সরকারের সময় দেখা গিয়েছে রক্তদানকে উৎসবের মত পালন করার। এই রক্তদানকে এন এস এস, বিভিন্ন সংস্থা, ক্লাবের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনার কথা জানান তিনি। তাছাড়া রক্তদান শিবিরে রক্তদানকারী সকল রক্তদাতাদের উৎসাহ প্রদান করে তাদের এই সেবামূলক কাজ ও মানসিকতার জন্য ধন্যবাদ জানান। তাছাড়া আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদানকারী সকল রক্তদাতাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আজকের এই মহতী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি.শর্মা, আর্ট এন্ড ক্রাফট কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য্য, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীন ত্রিপুরা এন.এস.এস ইউনিটের স্টেট অফিসার ডক্টর চিত্রজিৎ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা॥
রাজ্য
দেশে প্রতিদিন ৩৮ হাজার ইউনিট রক্তের প্রয়োজন- সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-01-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this