জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা পুরনিগমের নির্বাচনের আগে নগরবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই শুক্রবার আগরতলা মহারাজগঞ্জ বাজারে পরিদর্শনে গেলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, সাথে ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত,ও খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী, মহারাজগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যানরা। এই দিন মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন গলিপথে যেসব ব্যাবসায়ীরা রাস্তায় অনৈতিক ভাবে প্রসরা সাজিয়ে ব্যাবসা করছেন তাদের কে ৭ দিনের সময়সীমা বেধে দিয়েছেন। তার পাশাপাশি বাজারে যাতে জনগন চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করা এবং রাস্তা ঠিক করে দেবে। বেআইনি যে সমস্ত ব্যাবসায়ীরা দখল করে বসে আছেন তাদেরকে অতিসত্তর তারা যেন জায়গা ছেরে দেন তার নির্দেশ দেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন মহারাজগঞ্জ বাজারের যেসব জায়গায় যানজট বেধে থাকে এবং জনসাধারনের চলাচলে অসুবিধার সম্মুখীন হতে হয় সেইসব রাস্তাগুলোকে যানজট মুক্ত করে জনসাধারণের সুবিধার জন্য ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বাজারের যে সমস্যাগুলো রয়েছে এবং মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে তা দীর্ঘ ২৫ বছরের তাই সমস্যাগুলো একদিনে শেষ করা যাবে না সময় দিতে হবে, সেদিকে লক্ষ রেখে পুরো প্ল্যানিং মাফিক সমস্যাগুলো নিরসনে কাজ করবেন বলে জানান পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
রাজ্য
মহারাজগঞ্জ বাজারের অবৈধ ব্যবসায়ীদের জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার
- by janatar kalam
- 2022-01-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this