জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে 44 তম ককবরক ভাষা দিবস পালন করা হয়। এদিনের অনুষ্ঠান টি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর হাত ধরে আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন মাতৃ ভাষার পাশাপাশি নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি পরম্পরাকে সঙ্গে নিয়ে ককবরক ভাষা সহ অন্যান্য ভাষার চৰ্চা দ্বারা লব্ধ অভিজ্ঞতা নিজেদের সমৃদ্ধতর করার পথ সুগম করার সহায়ক। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে জাতীয় শিক্ষা নীতির সংশোধনী দ্বারা মাতৃ ভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ সুনিশ্চিত হয়েছে। রাজ্যের জনজাতিদের আর্থ সামাজিক জীবনমান বিকাশে ১৩০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ সহ গুচ্ছ ইতিবাচক পদক্ষেপ সফলভাবে বাস্তবায়িত হচ্ছে বলে জানান এবং তিনি আরও বলেন ককবরক ভাষার প্রতি সম্মাননা স্বরূপ গন্ডাছড়ার নাম পরিবর্তন করে- গন্ডা তুইসা এবং আঠারমুড়ার নাম পরিবর্তন করে হাচুক বেরেম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছেl তাছাড়া জাতীয় ও আন্তর্জাতিক ভ্রমণ পিপাসুদের কাছে ডম্বুর ভ্রমণের মাধ্যমে ও সড়ক পথে রাজ্যে আগত যাত্রীদের কাছে এই দুই জায়গার নতুন নামাকরণ অনায়াসে বিশ্ব আঙিনায় পৌঁছে যাবে l আজ ৪৪ তম ককবরক সাল- ২০২২ অনুষ্ঠানে প্রথম বারের মত আত্মপ্রকাশ হওয়া টিচার্স হ্যান্ডবুক সহ অন্যান্য প্রকাশনা – ককবকর ভাষার প্রসার ও শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা নেবে বলে মত প্রকাশ করেন তিনি।
রাজ্য
ককবরক ভাষাসহ অন্যান্য ভাষার চৰ্চা দ্বারা লব্ধ অভিজ্ঞতা নিজেদের সমৃদ্ধতর করার পথ সুগম করার সহায়ক- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-01-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this