2024-12-18
agartala,tripura
রাজ্য

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ট্রাম ওয়ান পরীক্ষার খাতা মূল্যায়নের সেন্টার পরিদর্শন করেন পর্ষদ সভাপতি ভবতোষ সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ট্রাম ওয়ান পরীক্ষার খাতা দেখার কাজ শুরু হলো সোমবার ১৮ জানুয়ারি থেকে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ভবতোষ সাহা পরিদর্শন করলেন আগরতলার বোধজং বয়েজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। এদিন তিনি সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ট্রাম ওয়ান পরীক্ষার খাতা দেখার কেন্দ্র মোট ১৫ টি করা হয়েছে তারমধ্যে মাধ্যমিকের জন্য দশটি এবং উচ্চ মাধ্যমিকের জন্য পাঁচটি। করোনার তৃতীয় ঢেউ এর কারনে আগামী টার্ম টু পরীক্ষা নিয়ে সন্ধিহান দেখা দিয়েছে তাই টার্ম ওয়ান পরীক্ষার মূল্যায়ন পত্র সেরকম ভাবেই দেখা হচ্ছে বলে জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা। এই বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত টার্ম ওয়ান মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজে ২৯০০ শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের জন্য ১২০০ শিক্ষক নিয়োগ করা হয়েছে এই মাসের মধ্যেই খাতা দেখার কাজ শেষ হবে বলে জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service