2024-12-18
agartala,tripura
রাজ্য

উন্নত স্বাস্থ্য পরিষেবার বিকেন্দ্রীকরণে রাজ্যব্যাপী গুচ্ছ পরিকল্পনার সফল বাস্তবায়ন চলছে- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশের জনপ্রীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত এক বছরে মোট ১৫৭ কোটি কোভিড টিকাকরণ করা হয়েছে। যার মধ্যে সুন্দর ব্যপার হচ্ছে ৭৬ কোটি টিকা মহিলাদের দেওয়া হয়েছে। একসময় যে ধারনা ছিল যে গ্রামেগঞ্জে টিকা পৌঁছানো দুরহ, সেই ধারনাকে ভুল প্রমাণ করে স্বদেশী উপায়ে তৈরি এই টিকার ৯৯ কোটি ডোজ গ্রামীণ এলাকায় পৌঁছে দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। প্রথম ডোজের ক্ষেত্রে যেখানে জাতীয় গড় ৯৩% সেখানে ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে এর পরিমাণ ৯৯.৫৩%। ২য় ডোজের ক্ষেত্রে জাতীয় গড় ৬৯.৫০% আর রাজ্যে এর পরিমাণ ৮২.৩৫%। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের পরিমাণ জাতীয় ক্ষেত্রে ও রাজ্যের ক্ষেত্রে ৪২%, আজ এডি নগর সাব সেন্টারে টিকাকরণ কর্মসূচি পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সামনে আরও বলেন এডি নগর সাব-সেন্টারকে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন পিএইচসি-তে উন্নিতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত স্বাস্থ্য পরিষেবার বিকেন্দ্রীকরণে রাজ্যব্যাপী গুচ্ছ পরিকল্পনার সফল বাস্তবায়ন চলছে। এই অঞ্চলের মানুষের দাবির প্রতি সম্মান জানিয়ে, সাব সেন্টার পরিসরেই নির্মাণ হতে চলা পিএইচসি দালান বাড়ির জায়গাটি পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে অবহিত হন বলে জানান। এদিনের কর্মসূচি পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়, বিধায়িকা মিমি মজুমদারসহ অন্যান্যরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service