জনতার কলম প্রতিনিধিঃ- কেন্দ্রের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্যোগের অধীনে আয়ুষ মন্ত্রক আয়োজিত ‘জীবনীশক্তির জন্য সূর্য নমস্কার’ কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার সারা বিশ্ব থেকে ৭৫ লক্ষেরও বেশি মানুষ সূর্য নমস্কার করেছেন।ভার্চুয়াল পদ্ধতিতে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই এই কর্মসূচির সূচনা করেছিলেন৷ এদিন ভাষণে সর্বানন্দ সোনোয়াল বলেন, “মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার উন্নতির জন্য সূর্য নমস্কারের মাধ্যমে সূর্য পূজা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে, মানবজাতির সুস্থতা ও স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম এবং সূর্য নমস্কার প্রচার করা হচ্ছে। সারা বিশ্ব থেকে বেশ কিছু শীর্ষস্থানীয় যোগ মাস্টার এবং উৎসাহী এই প্রোগ্রামে যোগ দিয়েছিলেন এবং সূর্য নমস্কার প্রদর্শন করেছিলেন। এর মধ্যে রয়েছেন যোগ গুরু বাবা রামদেব শ্রী শ্রী রবিশঙ্কর এবং সদগুরু জগ্গি বাসুদেব ৷ তামাকি হোশি, ২০২১ মিস ওয়ার্ল্ড জাপানও ভার্চুয়ালি এই ইভেন্টে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, ভারত সরকারের এই উদ্যোগ সবার জন্য উপকারী হবে। তিনি যোগ করেন যে বিপুল সংখ্যক জাপানিরা তাদের দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়ামকে অন্তর্ভুক্ত করেছেন বলে জানান।
দেশ
মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার উন্নতির জন্য সূর্য নমস্কারের আয়োজন করা হয়
- by janatar kalam
- 2022-01-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this