2024-12-17
agartala,tripura
রাজ্য

শহরের যানজট দূর করার লক্ষে শহর পরিদর্শন করলেন মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা শহরে যানজট প্রতিনিয়ত লেগেই থাকে যার কারণে জনগণ চলাফেরা করতে যেরকম অসুবিধার সম্মুখীন হন তার কারণে রাস্তায় জ্যাম লেগে থাকে প্রতিনিয়ত। আগরতলা শহরের রাস্তার পাশে যে সমস্ত ব্যবসায়ীরা অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা করে আসছেন সে সমস্ত ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করার লক্ষে মঙ্গলবার আগরতলার পৌরনিগমের মেয়র ও পৌরনিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ টাস্কফোর্স বাহিনী পরিদর্শন করেন আগরতলা শহর। এই দিন আগরতলা শহরের পোস্ট অফিস চৌমুনী থেকে শুরু করে অরিয়েন্ট চৌমুনী, তুলসী পতি, মোটর স্ট্যান্ড, কামান চৌমুনী হয়ে হকার্স কর্নার এসে শেষ করেন। আগরতলা শহরের রাস্তার পাশে অবৈধ ব্যবসায়ীদের কারণে শহরের জনগণের চলাচলের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে তা নিয়ে বিগত বাম সরকারের আমলেও অনেকবার উচ্ছেদ অভিযান করলেও কিন্তু আবার আগের অবস্থায় ফিরে এসে তারা ব্যবসা করে যাচ্ছেন। এবার পৌরনিগমের নির্বাচনের আগে নগরবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তার পাশে অবৈধ ব্যবসায়ী দেরকে উচ্ছেদ করা হবে সে মোতাবেক কমিশনার ও পৌরনিগমের মেয়র অভিযান করে হকার্স কর্নারে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে সমস্ত ব্যবসায়ীরা অবৈধভাবে রাস্তায় ব্যবসা করছেন তাদেরকে তিনদিনের সময়সীমা দেওয়া হবে তার মধ্যে যদি তারা নিজেদের থেকে ব্যবসা গুটিয়ে নেয় তাহলে পৌরনিগমের ট্রাকসুট বাহিনী ভেঙে গুঁড়িয়ে দিবেন বলে জানান। পাশাপাশি তিনি আরো বলেন হকার্স কর্নারে ব্যবসায়ীরা যেভাবে দোকান সাজিয়ে বসেছেন তাতে করে দমকলের ইঞ্জিন কিংবা অ্যাম্বুলেন্স ঢুকার মতো ব্যবস্থা নেই যেকোনো সময় দুর্ঘটনা ঘটলে দমকলের ইঞ্জিন কিংবা এম্বুলেন্স ঢুকতে পারবে না। তাই ঐ সমস্ত দোকানির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি বাইট মেয়র নির্বাচনের আগে প্রতিশ্রুতি যেভাবে দিয়েছিলেন শহরের রাস্তাঘাট যানজটও অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করে আগরতলা শহরকে জনগণের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেটা আদু কতটুকু বাস্তবে পরিণত হয় সেদিকে তাকিয়ে আছে জনগণ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service