2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

১৩ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ১২ তম পুথিবা লাইহারাওবা উৎসব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পরম্পরা পুথিবা লাইহারাওবা উৎসব ১২ তম বর্ষে পদার্পণ করেছে এই বছরের আগামী ১৩ জানুয়ারি শুরু হচ্ছে লাইহারাওবা উৎসব ও মেলা চলবে ৫দিন। মঙ্গলবার আগরতলার অভয়নগর স্থিত পাগলা দেবতা মন্দিরে এক সংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে পুথিবা লাইহারওবা কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার সিংহ বলেন ১৩ জানুয়ারি এই উৎসব ও মেলা উদ্বোধন করবেন ভূমি ও রাজস্ব বন দপ্তরের মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের সহায়তায় এবং পুথিবা লাইহারাওবা কমিটি ও পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচারেল সোসাইটির যৌথ উদ্যোগে এই উৎসব করা হচ্ছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service