2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

১ টাকায় ভাত কর্মসূচীর অঙ্গ হিসেবে গরীবদের মুখে অন্ন তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে মহামারীর পরিস্থিতিতে গরীব মানুষদের অন্ন তুলে ধরার লক্ষে রাজ্যের শ্রমিক বন্ধু, শ্রমিক নেতা বিপ্লব কর মহাশয়ের অনুপ্রেরণায় প্রতিদিন ১ (এক) টাকা মূল্যে অন্নভোজের আয়োজন করেন। আজ এই মহান কর্মসূচীর ২০০ তম দিন, এই উপলক্ষে আজ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ অনেকেই। এই দিন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত দিয়ে খাবার তুলে দেওয়া হয়। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন বটতলা এলাকায় পার্কিং থেকে সংগ্রহীত অর্থ রোজগারের জন্য না নিয়ে তা দুঃস্থ ও গরিবদের খাওয়ানোর ব্যবস্থা করেন তারা। অনেক বড় কাজ করছেন তারা। এই প্রচেষ্টা যাতে আগামী দিনেও অব্যাহত থাকে তার আশা ব্যক্ত করেন তিনি। আগে এই ধরনের উদ্যোগ দেখা যেত না। শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে দলীয় কার্যালয়, নেতাদের ব্যাঙ্ক ব্যালেন্স স্ফীত করা হত। এই পরিস্থিতি থেকে বেরিয়ে পার্কিং-র টাকা দিয়ে এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদেরও এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সবটা সরকারের মাধ্যমে সম্ভব নয়। তাই জনগনকে এগিয়ে আসতে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তবে কোভিডের বিধি মেনে চলার জন্য সকলের উদ্দেশ্যে বার্তা দেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service