জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার প্রদেশ এন এস ইউ আই এর পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে এন এস ইউ আই সভাপতি সম্রাট রায় জানান ঈশান উদয় স্কলারশিপ নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের ছাত্র-ছাত্রীদের যে দীর্ঘ সংগ্রাম সেই সংগ্রাম সার্থকতা পেয়েছে, গতকাল শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন জারি করে বলা হয়েছে যে মেধা তালিকার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হবে বলে। এদিন সম্রাট রায় উত্তর-পূর্বাঞ্চলের এন এস ইউ আই সভাপতিকে ধন্যবাদ জানান এই দীর্ঘ সংগ্রামে সামিল থাকার জন্য। তাছাড়া গত 5 তারিখ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিএ, বি এস সি, ৫ম এবং ৬ঠ সেমিস্টার পরীক্ষার রুটিন জারি করেছে যে 10 ই জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে, যার ফলে ছাত্র-ছাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়েছে, সেদিকে লক্ষ্য রেখে প্রদেশ এন এস ইউ আই সভাপতি সম্রাট রায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি রাখেন অতি দ্রুত এই রুটিন প্রত্যাহার করে ছাত্র-ছাত্রীদের স্বার্থে অন্তত এক মাস সময় দিয়ে নতুন রুটিন জারি করার।
রাজ্য
ইশান উদয় স্কলারশিপ নিয়ে ছাত্রছাত্রীদের দীর্ঘ আন্দোলন স্বার্থকতা পেল- সম্রাট রায় NSUI সভাপতি
- by janatar kalam
- 2022-01-08
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this