জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার রাজ্য মহাকরনে তপশিলি জাতি দপ্তরের মন্ত্রী ভগবান দাস এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন, এদিন মন্ত্রী জানান রাজ্যের সমস্ত প্রকারের প্রাণী সুরক্ষা এবং প্রাণী রোগ সংক্রমণের সমস্যা সমাধানে রাজ্যে সর্বপ্রথম মোবাইল ভেটেরিনারী ইউনিট ও কল সেন্টার প্রকল্প চালু হতে চলেছে। চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে রাজ্যের জন্য প্রাথমিক ভাবে ১ কোটি ৯২ লক্ষ টাকা অনুদান হিসাবে প্রদান করেন। প্রকল্পের প্রাথমিক পর্যায়ে প্রাণী স্বাস্থ্য সুরক্ষা প্রদানে, ১২টি অ্যাম্বুলেন্স প্রদান করেন। তাছাড়া এই ১২টি অ্যাম্বুলেন্স পরিচালনার জন্য প্রয়োজনীয় বাৎসরিক খরচের ৯০% কেন্দ্রীয় সরকার বহন করবেন। বাকী ১০% রাজ্য সরকার বহন করবেন। এই প্রকল্পের আওতায় মোট ১২টি প্রাণী সুরক্ষা অ্যাম্বুলেন্স রাজ্যের বিভিন্ন জেলায় পরিভ্রমন করবে। প্রতিটি অ্যাম্বুলেন্স-এ একজন প্রাণী চিকিৎসক, একজন প্রাণী চিকিৎসা সহায়ক এবং একজন চালক দিন-রাত কর্তব্যরত অবস্থায় থাকবেন।
এই সমস্ত গাড়ী গুলি একটি কেন্দ্রীয় কল সেন্টার দ্বারা নিয়ন্ত্রিত হবে। গ্রামের কোন কৃষক (প্রাণী পালক) একটি সুনির্দিষ্ট টোল-ফ্রি নম্বরে কল করার সঙ্গে সঙ্গে ঐ এলাকায় কর্তব্যরত ভ্রাম্যমান চিকিৎসকের কাছে কল পৌঁছে যাবে এবং সঙ্গে সঙ্গে চিকিৎসক, সহ-চিকিৎসক এবং চালক সহ গাড়ী কৃষকের (প্রাণী পালক) বাড়িতে পৌঁছে যাবে এবং অসুস্থ প্রাণীর চিকিৎসা শুরু হয়ে যাবে। আসলে সমস্ত প্রকারের আধুনিক প্রাণী-চিকিৎসা ব্যবস্থা কৃষকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য। প্রকল্পের নির্ধারিত নিয়ম নীতি অনুসারে প্রতিটি অ্যাম্বুলেন্সের জন্য বাৎসরিক ১৮ লক্ষ ৭২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তাছাড়া কল সেন্টার পরিচালনার জন্য বাৎসরিক ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার কল সেন্টার পরিচালনার সম্পূর্ন টাকা বহন করবেন। তাছাড়া আগামী ৩ মাসের মধ্যে এই প্রকল্পটি রাজ্যে বাস্তব রূপ নেবে। এবং এসসি ওবিসি দপ্তরে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে বলে জানালেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস।
রাজ্য
রাজ্যে সর্বপ্রথম চালু হতে চলছে মোবাইল ভেটেরিনারী ইউনিট ও কল সেন্টার প্রকল্প জানালেন মন্ত্রী ভগবান দাস
- by janatar kalam
- 2022-01-06
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this