জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পশ্চিম ত্রিপুরা জেলার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো মেলারমাঠ ভানুঘোষ স্মৃতি ভবনে। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং পশ্চিম জেলার বর্তমান সম্পাদক সহ রতন দাস, বিধায়ক সুধুন দাস, প্রাক্তন মন্ত্রী মানিক দে, নারীনেত্রী কৃষ্ণা রক্ষিত ও পার্টির অন্যান্য নেতৃত্বরা। এদিন আগরতলার ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে অমর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতৃত্বরা। বর্তমান রাজ্যে বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি গুলো প্রতিনিয়ত করে যাচ্ছেন কিন্তু শাসকদল রাজ্যে যেভাবে তাদের রাজনৈতিক প্রভাব বিস্তার করে রেখেছেন তাতে করে রাজ্যে বিরোধী দলের কর্মসূচি গুলি জনগণের মধ্যে প্রভাব ফেলতে পারছে না। ভারতীয় কমিউনিস্ট পার্টির তৃতীয় সম্মেলনে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে সে বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার সিপিআইএম সম্পাদক রতন দাস বলেন বিশেষ করে রাজ্যের ভারতীয় কমিউনিস্ট পার্টির রাজনৈতিক প্রভাব বিস্তার করা তার পাশাপাশি 22 তম পার্টিকংগ্রেস থেকে যে সম্মেলন করা হয়েছে তার মধ্যে কি কি খাতির হয়ে গেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তার পাশাপাশি তিনি আরো বলেন বর্তমান রাজ্যে যে অবস্থা গণতন্ত্র নেই কাজ, খাদ্যের, অভাব বেকারদের কর্মসংস্থান নেই বিরোধী আন্দোলন করতে গেলে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়, দমন-পীড়ন নীতি চলছে, গণতান্ত্রিক কোন কার্যক্রম করা যাচ্ছে না, ভোট সহ ঐ সমস্ত বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা করা হবে বলে জানান তিনি। ভারতীয় কমিউনিস্ট পার্টি তৃতীয় সম্মেলনের মধ্য দিয়ে বর্তমান রাজ্যের বিরোধীদল কতটুকু এগিয়ে যেতে পারে এবং তাদের রাজনৈতিক প্রভাব কতটুকু ফেলতে পারে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
রাজ্য
অনুষ্ঠিত হল CPIM এর পশ্চিম ত্রিপুরা জেলার তৃতীয় সম্মেলন
- by janatar kalam
- 2022-01-05
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this