2024-12-18
agartala,tripura
রাজ্য

বিকল্প ব্যবস্থার দাবী নিয়ে পুর নিগমের মেয়রের দ্বারস্থ TGEA নেতৃত্বরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গত ৩১ তারিখ বেসরকারি জায়গায় কার্যালয় চালানোর অভিযোগে আগরতলার জ্যাকসন গেট স্থিত টিজি ই এ অফিস ভাঙ্গা হয়েছিল আগরতলা পুরো নিগমের দ্বারা।তারই পরিপ্রেক্ষিতে আজ সংগঠনের নেতৃত্বরা আগরতলা পৌর নিগমের মেয়র এর সাথে সাক্ষাৎ করেন এবং তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার দাবিতে মেমোরেন্ডাম প্রদান করেন। এদিন সংবাদমাধ্যমকে সংগঠনের নেতৃত্ব জানান বিগত বাম সরকারের আমলেও এসোসিয়েশনকে বিকল্প ব্যবস্থা করে দিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার তো সেই আশাতেই আজ এই মেমোরেন্ডাম প্রদান বলে জানালেন তিনি। কেননা 2017 সাল থেকে এই জায়গাতে সাংগঠনিক কাজকর্ম চালিয়ে আসছেন তাই বিকল্প ব্যবস্থার দাবি নিয়ে মেয়রের দ্বারস্থ বলে জানান এবং মেয়র তাদের দাবিগুলি সহানুভূতির সহিত শুনে বিকল্প ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বলে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service