জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হয় এসএফআইয়ের ৫২তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস কে কেন্দ্র করে গোটা রাজ্যে নানান কর্মসূচি হাতে নেওয়াহয়েছেএসএফআইয়ের তরফে।১৯৭০ সালের ৩০ শে ডিসেম্বর কেরালার ত্রিবান্দম শহরে তিন দিনের সম্মেলনের মধ্য দিয়ে আত্ন প্রকাশ করে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই। মূলত সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে লড়াই করে থাকে বামপন্থী ছাত্র সংগঠন সর্বদা ছাত্র-ছাত্রীদের পাশে থাকা এই সংগঠনের মূল আদর্শ স্বাধীনতা ও গণতন্ত্র সমাজতন্ত্র মাধ্যমে লক্ষ্যে পৌঁছানো।বৃহস্পতিবার আগরতলার ছাএ যুব ভবনে প্রতিষ্ঠা দিবসের দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি সুলেমান আলি তাছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সন্দীপন দেব।এস এফ আই এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলা মেলার মাঠ স্থিত ছাত্র-যুব ভবনে রক্তদান এর কর্মসূচি করা হয়, এদিনের রক্তদান শিবির উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পবিত্র কর, বিধায়ক ভানু লাল সাহা সহ অন্যান্যরা এদিন সংগঠনের সাধারণ সম্পাদক সন্দ্বীপন দেব ৫২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান গত ৫১ বছর ধরে সারা দেশের ছাত্রছাত্রীদের ব্যাপক সমস্যা সমাধানের পাশাপাশি সাধারন মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য ভারতীয় ছাত্র ফেডারেশন ময়দানে লড়াই চালিয়ে যাচ্ছে বলে। এদিনের কর্মসূচিকে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
রাজ্য
যথাযত মর্যাদায় পালিত হল এস এফ আইয়ের ৫২তম প্রতিষ্ঠা দিবস
- by janatar kalam
- 2021-12-30
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this