জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে টি এস আর নিয়োগের তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে বেকারদের উত্তাল। ক্রমশ রাজ্য অগ্নিগর্ভ হয়ে উঠছে। ২৭ ডিসেম্বর রাতে টি এস আর -এ নিয়োগের তালিকা প্রকাশ হতেই বিভিন্ন স্থানে শুরু হয়েছে সরকারের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ।২০১৯ সাল থেকে নিয়োগ প্রক্রিয়ার জন্য ধাপে ধাপে তারা শারীরিক পরীক্ষা, লেখা পরীক্ষা, মৌখিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু এখন যখন নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশ হয় তখন তাদের নাম নেই। তবে সবচেয়ে বড় বিষয় হলো ২২০০ টিএসআর নিয়োগ করার কথা থাকলেও দেখা গেছে মাত্র ১৪৪৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বাকিদের নামের তালিকা প্রকাশ করা হয়নি কেন এবং খোদ মুখ্যমন্ত্রী ২২০০ জন নিয়োগের কথা বলে মাত্র এত কম নিয়োগ করার পেছনে মূল রহস্য কি তা জানতে চায় বঞ্চিত বেকার যুবক যুবতীরা। আবার কেউ কেউ অভিযোগ তুলছেন নামের তালিকা প্রকাশের পর দেখা গেছে কোন নম্বর নেই। এতে প্রশ্ন উঠছে কে কত নম্বর পেয়েছে, তার কোনো উল্লেখ নেই কেন ? এ নিয়ে কয়েক শতাধিক বঞ্চিত বেকার যুবক-যুবতী ত্রিপুরা হাইকোর্টের সামনে বুধবার সকাল থেকে যে বিক্ষোভে সামিল হয় বেকাররা তা গড়ায় বৃহস্পতিবার অবধি। তাদের দাবি চাকরি দিতে’ই হবে। নাহলে বৃহত্তর আন্দোলনে সামিল হবে তারা। এই মন্ত্র নিয়ে আন্দোলন চালালে পরবর্তী সময়ে পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী আসার প্রাক্কালে যুবকরা ক্ষুদ্ধ হয়ে উঠায় চিন্তার ভাঁজ সরকার মহল থেকে শুরু করে শাসক দলের অন্দরে।
রাজ্য
চাকুরির দাবীতে রাস্তায় আন্দোলনে নামল ক্ষুব্ধ বেকাররা
- by janatar kalam
- 2021-12-30
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this