2024-12-19
agartala,tripura
রাজ্য

নিজেদের দায়বদ্ধতা স্বিকার করে সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাড়াতে হবে- সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের ইঞ্জিনিয়ার দের উদ্যোগে এক রক্তদান শিবির এর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের উন্নয়নে ইঞ্জিনিয়াররা যেভাবে কাজ করছে তার বাইরে এসে নিজেদের দায়বদ্ধতা স্বিকার করে সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাড়াতে হবে। তাছাড়া প্রতিটা উন্নয়নমূলক কাজ আমরা দানের মাধ্যমে শুরু করি, যেভাবে রাজ্যের অগ্রগতি হচ্ছে রাজ্যের প্রতিটা দপ্তর সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তদানেও এগিয়ে আসছে ডি ব্লু এস দপ্তর ও তার বাইরে নয় তাদেরকে এই মহৎ উদ্যোগের জন্য অভিনন্দন জানান তিনি। পাশাপাশি রাজ্যে যে রক্তস্বল্পতা রয়েছে তা পূরন করার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন দপ্তর, এন জি ও যদি উদ্যোগ না নেয় তাহলে সেই শুন্যতা পূরন করা সম্ভব না সুতরাং সেদিকে লক্ষ রেখেই আজকের এই কর্মসূচি বলে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষনীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service