জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের মহাকরণে রাজ্যের তথ্য সংস্কৃতি ও যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে আজকের মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা তুলে ধরেন। এদিন তিনি জানান রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের পি ডব্লু ডি দপ্তরে ১১ টি অফিস সুপার ইনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, কেননা রাজ্যের বহু উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে এই দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা সুতরাং সেদিকে লক্ষ রেখে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তাছাড়া হোম ডিপার্টমেন্টের অধীনে জুনিয়র ফরেনসিক ডিজিটাল এনালিস্ট পদে দুটি পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কেননা সাইবার ফরেনসিক ডিভিশন এবং স্টেট্ ফরেনসিক সাইন্স এ অনেকগুলি মামলা পেন্ডিং রয়েছে সুতরাং সেগুলিকে দ্রুত মেটানোর উদ্দেশেই এই নিয়োগের সিদ্ধান্ত বলে জানান মন্ত্রী। পাশাপাশি এদিন রাজ্যের কোভিড সংক্রান্ত বিষয় নিয়ে বলতে গিয়ে মন্ত্রী জানান আগামী ৩রা জানুয়ারী থেকে ১৫ থেকে ১৮ বছরের শিশুদের কোভিড টিকাকরণ প্রদান করা হবে এবং বিগত দিনে যে পক্রিয়া ছিল সেই পক্রিয়ার মাধ্যমেই এই টিকা প্রদান করা হবে বলে জানান , তাছাড়া এদিন তিনি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দেওয়া করোনা গ্রাফ তুলে ধরে জানান যা পশ্চিম জেলা – .৭৫%, সীপাহীজলা – .১৫%, খোয়াই -.০%, গোমতি – .২৯%, দক্ষিন জেলা – .৩১%, ধলাই- .৩৪%, ঊনকোটি- .০%, উত্তর জেলা- .০৪% রাজ্যে কোরোনার গ্রাফ .৩৭% বলে এবং রাজ্যে ওমিক্রণ সংক্রমণের কোন খবর নেই যা অত্যন্ত সুখকর বলে স্বাস্থ দপ্তরের এই খবর ও জানান তিনি।
রাজ্য
রাজ্যে নেই ওমিক্রন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রক – সুশান্ত
- by janatar kalam
- 2021-12-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this