2024-12-14
agartala,tripura
রাজ্য

পুর নিগমের মেয়রকে সংবধনা প্রদান ত্রিপুরা ডিজিটাল মিডিয়া সোসাইটির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার ত্রিপুরা ডিজিটাল মিডিয়া সোসাইটির পক্ষ থেকে রাজ্যের নব নির্বাচিত মেয়র দীপক মজুমদারকে পুর নিগমে ওনার নিজ কক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ডিজিটাল মিডিয়া সোসাইটির সভাপতি সুমন দেব রায়, সহ সভাপতি জয়দ্বীপ চক্রবর্তী, সম্পাদক সন্তোষ গোপ, উপদেষ্টা – জয়ন্ত ভট্টাচার্যী এবং মানস পাল, কোষাধ্যক্ষ বাপন সাহা, এবং সংগঠনের সদস্য দীপনজিৎ আচার্যীসহ অন্যান্যরা। এদিন নিগমের মেয়র আগামীদিনে এই সোসাইটি জনগণের স্বার্থে এবং সমাজের কল্যানে ও রাজ্যবাসীকে নিরপেক্ষভাবে সঠিক তথ্য পরিবেশনে নিজেদের কর্তব্যে সচল থাকবে বলে আশা ব্যাক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service